পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/১৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*»€r£ বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক প্রবাহ সম্ভাবিত হয় । দক্ষিণ হস্ত নিয়ম অনুযায়ী এই সম্ভাবিত প্রবাহের দিক নির্ণয় করা যাইতে পারে। একটু চিস্তা করিলে দেখা যাইবে যে ফাসটির ১–১ হইতে ৩-৩ অবস্থায় ঘূর্ণনকালে ফাসের খড অংশ দ্বার বলরেখা কর্তিত হয় কিন্তু ভূসমান্তরাল অংশদ্বয় দ্বারা বলরেখা কর্তিত হয় না। স্বতরাং খাড অংশদ্বয়েরই মধ্যে ভোল্টেজ সম্ভাবিত হয়, ভূসমান্তরাল অংশদ্বয় কেবল মাত্র তাছাদের পরিচালক সংযোজকের কার্য্য করে। আরও দৃষ্ট হইবে ঘুর্ণনকালে সন্মুখ ভাগের গতি যে দিকে হয, পশ্চন্তাগের গতি তাহার বিপরীত দিকে হয়, স্বতবাং সন্মুখে foul-Re - I সম্ভাবিত প্রবাহের দিক যাহা হইবে, পশ্চাতে তাহার বিপরীত হইবে, অর্থাৎ সমস্ত ফাসটিকে অকুমান করিলে ফাসটির মধ্য দিয়া প্রবাহ একই দিকে ঘুরিবে। এই প্রবাহের দিকগুলি ফাসের গায়ে তাঁর দ্বারা দশিত . হইয়াছে। এখন যদি ফাসটি চতুষ্কোণ না হইয়া বৃত্তাকার হয় তাৎ। হইলেও উল্লিখিত যুক্তিই চলিবে, এবং এংশুপ্রকার ফাসের ২• • চিত্রে দশিত গতি বিধ হেতু কিরূপ প্রবাহ সম্ভাবিত হইবে তাহ ঐ চিত্রগুলিতে দেখান হইয়াছে। দ্রষ্টব্য –কোন পরিচালক বলরেখা কাটিতে থাকিলেই বা কোন ফাঁসের মধ্য দিয়া গমনকারী বলরেখাব সংখ্যা পরিবৰ্ত্তিত হইতে থাকিলেই যে প্রবাহ সম্ভাবিত হইবে তাহা নছে । এ সময়ে পরিচালকের বা ফাসের শেষ ভাগদ্বয়ের মধ্যে ই, এম, এফ, সম্ভাবিত হয় এবং যদি বৈছাতিক পথ সম্পূর্ণ পায় তবে প্রবাহ ঘটতে পারে, নচেৎ নহে। এবং যতক্ষণ ধরিয়া বলরেখা ছেদন বা বলরেখার সংখ্যা পরিবর্তন হইতে থাকে তভক্ষণ ধরিয়া ই, এম, এফ, সম্ভাবিত হয় ও যেদিকে ই, এম, এফ, হয় সেই দিকে প্রবাক পাওয়া বাইতে পারে, পরে আর ই, এম, এফ, বা প্রবাহ থাকে না। অন্ত আর একটি নিয়ম দ্বারা এই সম্ভাবিত প্রবাঙ্কের দিক নির্ণয় করা বায়,-যখন তারের পাক বা ফাসের মধ্য দিয়া গমনকারী বলরেখার সংখ্যা পরিবর্তিত হইতে থাকে তখন উছার মধ্যে এরূপ দিকে ই, এম, এফ,