পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/১৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

^*> বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক বলিয়া উহাকে লৌহ ও Kএর মধ্যে দুলিতে দৃষ্ট হয়, সেইজন্ত ইহাকে কম্পনশীল বা ভাইব্রেটিং কয়েল বলে। এস্থলে দৃষ্ট হইবে যে লোহ খগুটিকে একটি নিরেট লৌহে নিৰ্ম্মিত না করিয়া অনেকগুলি সরু সরু লম্বা লৌহের রোধিত তার বা পাত একত্র করিয়া প্রস্তুত করা হয়। তাহার কারণ—প্রাইমারী কয়েলে প্রবাহের পরিবর্তন ঘটিতে থাকে বলিয়া লৌহ খণ্ডটির মধ্যে বলরেখা সংখ্যার পরিবর্তন হইতে থাকে, সুতরাং ইহাতে (গাত্রে ) প্রবাহ সম্ভাবিত হয়, ইহাকে গাত্র-প্রবাহ বা এডিকারেন্ট (Eddy Current) * **, *čaš (Foucolt Current) on লৌহটি নিরেট হইলে বাধা অল্প বলিয়া এডিকারেন্টের বেগ অত্যন্ত অধিক হইবে তজ্জন্য লৌহুটি অত্যন্ত গরম হইবে এবং অন্যান্য আপত্তিকর ফলের মধ্যে ইহার “পারমিয়েবিলিট” কমিয়া যাইবে সুতরাং সম্ভাবনের তীব্রতা কমিয়া যাইবে। কিন্তু যদি ঐরুপ অনেকগুলি ইনস্থলেটেড লোঁহের তার বা পাত দ্বারা গঠিত হয় তাহা হইলে চুম্বক পথের কোন ৷ ব্যাঘাত ঘটে না, পরস্তু তারগুলি সরু বলিয়া এণ্ডিকারেন্টের বেগ অল্প হয়, হতরাং উহা আর অধিক গরম হইতে পারে না। কণ্ডেন্সীৱ –২১৬ চিত্র হইতে দেখা যাইবে যে কণ্ডেনসারটি এরূপভাবে সংযুক্ত হয় যেন V ও Kএর মধ্যে পথের বিচ্ছেদ ঘটিলে বিচ্ছেদ হেতু প্রবাহ বহিবার অভাব ইহার দ্বারা মোচন হয়। অর্থাং বিচ্ছেদকালে প্রাইমারী কয়েলের শেষ ভাগদ্বয়ের সহিত ব্যাটারি ও কণ্ডেনসার সিরিজে সংযুক্ত হয়, কিন্তু বিচ্ছেদে ধ ব্যবধান ও কণ্ডেনসার প্যারালালভাবে সংযুক্ত থাকে, ২১৮চিত্র। কণ্ডেনসার ব্যবহারের উদ্দেশ্য এই যে

  1. " w ও Kএর মধ্যে, প্রাইমারী কয়েলের পথ বিচ্ছেদকালে, ব্রেক 藍 স্পার্ক হয়। যদি এই ব্রেকম্পার্ক ঘটে তাহা হইলে সেকেণ্ডারী কয়েলে সম্ভাবন ক্রিয়ার তীব্রতা কমিয়া যায়, আর W ও Kএর চিত্র ২১৮ ধাতু ক্ষয়প্রাপ্ত হয়। এই নিমিত্ত ঐ ব্লেকম্পার্ক রদ বা হ্রাস