পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/১৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক እማ ው করিবার জন্ত কণ্ডেনগারটি ঐ ভাবে সংযুক্ত হয়, যাহাতে বিচ্ছেদকালে প্রাইমারী কয়েলের অভ্যধিক চাপের প্রবাহ বিচ্ছিন্ন স্থানকে লাফাইয়া প্রবাহিত না হইয়া কণ্ডেনসারকে চার্জ করে অর্থাৎ, উহার মধ্যে সঞ্চিত হয় ; কিন্তু যেহেতু এখনও কণ্ডেনসারের পাতগুলি প্রাইমারী কয়েল ও ব্যাটারির মধ্য দিয়া সংযুক্ত, ইহা সঙ্গে সঙ্গেই প্রােষ্টমারী কয়েলের মধ্য দিয়া বিদ্যুৎকে বপরীত দিক দিয়া প্রবাহিত করাইয়া ত্ৰিদ্যুৎহীন হয়। অতএব দেখা যায় কণ্ডেনসার স্প্রিংএর গুণয় কাৰ্য্য করে। কণ্ডেনসার হষ্টতে প্রাইমারী কয়েলের মধ্যে প্রেরিত এই বিপরীতদিকের প্রবাঙ্গ লৌহখণ্ডটির অবশিষ্ট চুম্বকত্বকে একেবারে নষ্ট করিয়া দেয়, স্বতরাং W স্প্রিংটি অতি অল্প সময়ের মধ্যে লৌহখণ্ডকে ছাড়িয়া চলিয়া যায় এবং ব্যাটারি ও প্রাইমারী কয়েলের মধ্যে সংযোজন পুনরায় স্থাপন করে ও এইভাবে বিচ্ছেদ ও সংযোজন ক্রিয়া দ্রুত ঘটাইতে থাকে। সেকেণ্ডারী কক্সেল—ইহা প্রাইমারী কয়েলের উপরে জড়ান হয় এবং ইহার শেষভাগদ্বয় S ও S বাহিরে রাখা হয়। প্রাইমারী কয়েলের পাক সংখ্যার সহিত তুলনায় ইহার পাকসংখ্যা যতগুণ অধিক হইবে ইহাঙে ততগুণ অধিক ভোল্‌টেজ সন্তাবিত হয়। যেহেতু, শক্তি স্বজন বা নাশ করা যায় না, প্রাইমারী কয়েলের শক্তি পরিমাণ সেকেণ্ডারী কয়েলের শক্তি পরিমাণের সহিত সমান এবং এই বৈদ্যুতিক শক্তির পরিমাণ Cx E, স্বতরাং সেকেণ্ডারী কয়েলে ভোলটেজ যত অধিক হয়, উছাতে প্রবাহ তত কম হয়, অতএব খুব সরু তার ব্যবহার করা যায়। সচরাচর সেকেণ্ডারী কয়েলের পাকসংখ্যা খুব অধিক হয় বলিয়া স্তরের পর স্তর জড়াইতে হয় এবং তাছাদিগকে খুব ভালভাবে ইনস্থলেট করিতে হয়। কক্সেলের কীৰ্ঘ্যাবলী :—ব্যাটারির সহিত প্রাইমারী কয়েলকে সংযোগ করিয়া প্রাইমারী কয়েলের মধ্য দিয়া প্রবাহ পাঠাইবার সময় প্রাইমারী কয়েলে বিরূপ সস্তাবন হইতে থাকে, স্বতরাং প্রাইমারী