পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/১৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক ১৭২ কয়েলের ব্রেকের সময় উহার বৰ্দ্ধিত চাপের প্রবাহ যাহাতে বিচ্ছেদ স্থানকে উল্লঙ্ঘন করিয়া প্রবাহিত না হয় তজ্জন্ত কণ্ডেনসার ব্যবহৃত হয় । == siècafèe =scisson (Nonvibrating Coil) :ইহাতে প্রাইমারী কয়েল ও ব্যাটারীর সহিত সংযোগ ও বিচ্ছেদ লৌহটির চুম্বকত্ব প্রাপ্তি দ্বারা আপনা আপনি সাধিত হয় ন', ইহাতে একটি ক্যামের সাহায্যে ঐ কাৰ্য্য সাধিত হয়। চিত্রে D ক্যামের দর্শিত অবস্থায় স্পার্ক হয় না, উহা কণ্টাক্ট পয়েণ্টকে ছাড়িয়া যাইবার সময় স্পার্ক হয়, চিত্র—২১৯ । কয়েল সম্বন্ধীয় অন্যান্য বিষয় “মোটর শিক্ষকে” দ্রষ্টব্য । •ifolia &= =d #yt====Tsotsi (Transformer):— দুইটি কয়েল ও একটি লৌহখণ্ডের সাহায্যে একটি কয়েলের অল্প চাপের অধিক প্রবাহকে, সম্ভাবন দ্বারা, অপর কয়েলে অধিক চাপের অল্প প্রবাহে পরিণত করা যায় বা ইহার বিপরীত অবস্থা সাধিত হইতে পারে এবং এই সম্ভাবন ক্রিয়া সমভাবপ্রবাহ কালে মেক ও ব্রেকের সময় হয় বলিয়া কণ্ট্যাক্ট মেকার ও ব্রেকারের প্রয়োজন হয়, যথা ইণ্ডাকসান কয়েলে। কিন্তু দিক পরিবর্তনশীল ( alternating ) প্রবাহ হইলে তাহার প্রয়োজন হয় না। প্রৱাহ হইতে উদ্ভুত উত্তাপ ( H-C°R ) প্রবাহের, বর্গ অনুযায়ী হয়। মুতরাং প্রবাহ বেগ অধিক হইলে অধিক পরিমাণ শক্তি উত্তাপে পরিণত হইয়া অপচয় হইয়া যায় । এইজন্ত একস্থান হইতে অপরস্থানে শক্তি সরবরাহ করিতে হইলে যদি কম চাপের অধিক প্রবাহ প্রয়োজন হয় এবং ঠিক ঐক্লপ শক্তিই উৎপাদিত হয় তাহা হইলে পথে তাহাকে অধিক চাপের কম প্রবাহে পরিণত করা :হয়, যাহাতে :শক্তির অপচয় কম হয়, এবং শক্তি ব্যয়ের স্থানে পুনরায় তাহাকে প্রয়োজন মত কম চাপের অধিক প্রবাহে পুনঃ পরিণত করিয়া লওয়া হয়। অবশু এরূপ পরিবর্তন কালে কিছু শক্তি ব্যয় হইয়া যাইতে পারে বটে, কিন্তু এরূপ পরিবর্তন না করিলে যে ক্ষতি হইত তাহার তুলনায় ইহ, অতি অল্প।