পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/২০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক 为期e পরিবদ্ধিত কইবে। যদি লাইনের বাধা অধিক হয়, তাহা হইলে প্রবাহ cदत्र अझ झहे८व, शङब्रां९ के, gञ, ७क, ७ अझ इहे८य । किढु शनि বহির্পণের বাধা অল্প হয় (যথা ঐ বাতিগুলির সহিত আরও কতকগুলি বাতি প্যারালালভাবে সংযুক্ত করিয়া দিলেই বাধা অল্প হইয়া যাইবে ) তাহা হইলে সমস্ত পথটির মধ্য দিয়া প্রবাহবেগ বাড়িয়া যাইবে, সুতরাং চুম্বক অতি প্রখর ভাবে চুম্বকীভূত হুইবে ও ষ্ট, এম, এফ,ও অধিক হইবে । অতএব দেখা যাইতেছে যে সিরিজ ডায়নামোতে ভার ( Lond ) বাড়াইতে থাকিলে উহার ভোলটেজ বাড়িতে থাকে। কিন্তু এই ভোল্টজ বৃদ্ধির একটি সীমা আছে। কারণ চুম্বকের তেজ বরাবর বাড়িয়া যাইতে পারে না, উহা পুর্ণত্ব প্রাপ্তির ( Saturation ) পর এক ভাব রহিয়া যায়। আবার আমে চারের মধ্যে ভোলটেজের কিছু পতন হয়, আমে চারের মধ্যে প্রবাহ বেগ ধত অধিক হইবে এই ভোল্‌টেজ পতনও ততই অধিক হইবে। স্বতরাং ডায়নামোতে কোন নির্দিষ্ট ভোলটেজ হইবার পর যখন চুম্বক আর প্রখর হইতে পারে না, তখন ভার বাড়াইতে থাকিলে, বাধা হ্রাস হেতু প্রবাহ বেগ বাড়িয়া যাইতে থাকে বলিয়া আমেচারের মধ্যে অধিকতর ভোল্‌টেজ পতন ঘটিতে থাকে ও তজ্জন্য টামিনাল ভোলটেজ বা ব্রাসদ্বয়ের পি, ডি, উত্তোরত্তর কমিয়া যাক্টতে থাকে । অতএব দেখা যাইভেছে যে সিরিজ ডায়নামোতে যতক্ষণ ভার খুব বেশী নয়, ভারবৃদ্ধির সহিত ভোলটেজ বৃদ্ধি ঘটিতে থাকে, পরে ভার আরও বাড়াইলে ভোল্‌টেজ কিছুক্ষণের জন্য এক ভাব থাকে ও তৎপরে ভার আরও বাড়াইলে ভোল্‌টেজ কমিয়া যাইতে থাকে। প্যারালাল ভাবে সংযুক্ত পরিবর্তনশীল সংখ্যক বাতি ( Glow lamp ) সিরিজ ভায়নামোর সাহায্যে প্রজ্জ্বলিত করা চলে না। কারণ বাতির সংখ্যার সহিত ভোলটেঙ্গ পরিবর্তিত হইতে থাকে স্বতরাং বাতিগুলির ক্যাগুল, পাওয়ার (Candle Power.