পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/২১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক >>8 ২• ভোলট সান্ট রেগুলেটার (regulator) এ পতিত হইয়াছে। ক্রমশঃ যত ভার বাড়িতে থাকে সান্ট কয়েলের এই পরিবর্তনীয় বধাকে ক্রমশঃ কমাইয়া সান্ট বা রাজ্যকয়েলের মধ্যে প্রবাষ্ট্রের বেগ বাড়াইয়া রাজ্যের প্রাথর্য্য পরিবর্দ্ধন দ্বারা ডায়নামোর ভোলটেজ একভাব করা হয়। আজকাল সৰ্ব্বত্র সান্ট ডায়নামোই প্রচুর ভাবে ব্যবহার হইতেছে । ইহার দ্বারা ব্যাটারি চার্জকরা, আলোজালান, প্রভৃতি সকল কাৰ্য্যই হইয়া থাকে । তবে কোন কোন প্রকার কার্য্যের জন্য কম্পাউণ্ড ডায়নামে ব্যবহার হয়, কিন্তু ইহা তত অধিক প্রচলিত নহে । =s**tē sa Et>]=ift:5Tl (Ccmpound Dynamo) 2— ইহা সিরিজ ও সান্ট ডায়নামোর সংমিশ্রণ চিত্র ২৫৬-২৫৭। বস্তুতঃ ইহা সান্ট ডায়মামোই, কেবলমাত্র অবিশ্বক অমুঘায়ী অল্প সংখ্যক পাকের একটি ছোট সিরিজ কয়েল থাকে। ইহা অল্প সংখ্যক পাকের সান্ট কয়েল বিশিষ্ট S W\\ সিরিজ ডায়নামে। নচে । এই যন্ত্রের সুবিধা এই যে, সান্ট কয়েল ছাড়া সিরিজে সংযুক্ত কতকগুলি পাক , চিত্র—২৫, ২৫৭ ' আছে বলিয়া, যে কোন পরিমাণ প্রবাহ লওয়া হউক না কেন টামিনাম দ্বয়ের মধ্যে ভোল্‌টেজ একভাব রাগ চলে ; অবং কেবলমাত্র সান্ট যন্ত্রে আমেচারের ঘূর্ণন গতিকে বা রেগুলেটার সংযুক্ত সান্ট কয়েলের বাধাকে ঠিকমত পরিবর্তন দ্বারা ভোলটেজ এবভাব রাখা চলে বটে, কিন্তু এই উভয় কায্যের যে কোনটাতেই পরিচর্য্যা প্রয়োজন হয়, কিন্তু কম্পাউণ্ডে উহা নিজে নিজেই ঠিক করে। সান্ট যন্ত্রে ভারবৃদ্ধির সহিত চাপ বা ভোল্‌টেজ কমিয়া যায় ও সিরিজ যন্ত্রে উহা বাড়িয়া যায়, মৃভরাং সান্ট কয়েলের সহিত ঠিক হিসাব মত সিরিজ কয়েল ব্যবহার করিলে উহ। নিজে নিজেই সকল ভারেই টার্মিনালদ্বয়ের মধ্যে প্রায় একভাব চাপ বা ভোল্‌টেজ দিবে।