পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/২২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক 象》● কয়েলের আকারে প্রস্তুত হইত, চিত্র ৩৯৮, আজকাল কতকগুলি পাতল বলয়াকার লৌহ পাতের চাকৃতির দ্বারা ইহা গঠিত হয় এবং এডি কারেন্ট o হ্রাসের জন্য প্রত্যেক চাকতিদ্বয়ের মধ্যে পাতলা কাগজ দিয়া উহাদিগকে রোধিত করিতে হয় । সচরাচর এনীলড চারকোল লোহ (Annealed Charcoal iron) os to offs চিত্র—৩০৮ প্রস্তুত হয়। রিং আমেচারের কোরের উপর তার জড়াইয়া কয়েল প্রস্তুত করা হয়, এই নিমিত্ত, কোরের বহির্ভাগ দিয়া তার লইয়া গিয়া রিংএর মধ্যস্থলের গৰ্ত্তের মধ্য দিয়া তারকে চালাইয়া পুনরায় বহির্ভাগ দিয়া, এইভাবে কোরের কোন স্থানের চতুর্দিকে তারকে জড়াইয়া কয়েল প্রস্তুত করিতে হয় এবং এইরূপ একই দিকে জড়ান অনেক গুলি পৃথক পৃথক কয়েল কোরের বিভিন্নস্থানে প্রস্তুত করা হয়। প্রত্যেক কয়েলের শেষভাগদ্বয় কমিউটেটারের দিকে নির্গত করিয়া রাখিয়া সন্নিহিত কয়েলদ্বয়ের সন্নিহিত শেষভাগদ্বয় একসঙ্গে সংযোগ করিয়া ঐ সংযোগস্থল কমিউটেটারের একটি ধাতুখণ্ডের সহিত সংযুক্ত করিতে হয় । এই সংযোগ পদ্ধতি ৩.৯ চিত্র দেখিলে সহজেই বোধগম্য হইবে। এই চিত্রে একটি ৪ মেরু বিশিষ্ট মন্ত্র দর্শিত হইয়াছে—ইহাতে যেরূপ অবস্থায় মেরুগুলি সজ্জিত আছে এবং আমেচারেব উপর তীর দ্বারা উহার যেরূপ ঘূর্ণন গতি দর্শিত হইয়াছে, তাছাতে আমেচারের কয়েলগুলির মধ্যে তীর fతా-లిe: দ্বারা দশিত দিকে প্রবাহ উৎপন্ন হইবে। এখন দেখা যাইবে যে উপরিস্থ N ও S মেরুদ্বয়ের সন্নিহিত