পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/২৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২১ বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক যাইবার জন্য দুইটী পথ আছে-একটি ৪নং তার দিয়া,অপরটি ১১নং দিয়া । প্রথম পথটি দিয়া ৪নং হইতে পশ্চাৎ সংযোজন দিয়া ৯নং তারে আসা যায়, ১নং তারে এরূপ দিকে ভোল্‌টেজ সম্ভাবিত যে প্রবাহ দর্শকের দিকে আমেচারের উপর বহিতেছে। এখন যদি এইদিকে আসা যায় তাহা হইলে সন্মুখ, সংযোজনে ৫নং কমিউটেটার কোয়ার মধ্যে দিয়া২নংএ আসা যায়। এই ২নং তারে এরূপদিকে ভোল্‌টেজ সম্ভাবিত যে প্রবাহ দর্শকের নিকট হইতেঅর্থাৎ, আমেচারের উপর পশ্চাদিকে বহিয়া যাইতেছে। অতএব এই দুইটি ভোলটেজই একই দিকে হইল, স্বতরাং তাহারা পরস্পর যোগ হইয়া গেল। এখন পশ্চাদিকে ২নং হইতে ৭নংএ তার গিয়াছে, এই ৭নং তারে সম্ভাবিত, ভোলটেজ এরূপদিকে যে প্রবাহ সম্মুখদিকে বহিতেছে, সুতরাং ইহার ভোল্টজের সহিত যোগ হইয়া গেল। এখন ৭নং তার দিয়া সম্মুখ দিকে আসিলে, ইছা সম্মুখ ভাগে ৪নং কমিউটেটার কোয়ার মধ্য দিয়৷ ১২নং তারে পৌছিতেছে। তথার (১২নং তারে ) এরূপ দিকে ভোলটেজ সম্ভাবিত যে প্রবাহ সম্মুখ হইতে পশ্চাদিকে বধিতেছে, সুতরাং हेशव्र. ভোলটেজও পূৰ্ব্বের ভোলটেজের সহিত যোগ হইয়া গেল। এখন এই ১২নং তত্ত্ব হইতে, পশ্চাৎ সংযোজন দ্বার, ইহা এনং তারে যাইতেছে। ইহাতে কোন ভোলটেজ সম্ভাবিত হয় নাই, স্থতরাং ইছা ডানদিকের ব্রাসের সহিত সংযুক্ত থাকায় প্রবাহু এই ব্রাসে আলিয়। পৌছিতেছে এবং দেখা যাইল মে ৯, ২, ৭ ও ১২ নং তারগুলিতে সম্ভাবিত ভোল্‌টেজ সকল একসঙ্গে যোগ হইয়া গেল। ঠিক এইরূপে যদি দ্বিতীয় পথ অনুসরণ করা যায় তাহা হইলে পশ্চাতে ১১ হহঁতে ৬এ, তথা হইতে সন্মুখে ৬ হইতে ১এ, পশ্চাতে ১ হইতে ৮ এ, সন্মুখে ৮ হইতে ৩এ,পশ্চাতে ৩ হইতে ১•এ ও অবশেষে ১• হইতে ডানদিকের ব্রাসে পৌছান হয় এবং এভদ্বারা পূর্বের ন্যায় ৬, ১, ৮ ও ৩নং তারগুলিতে সম্ভাবিত ভোলটেজ সকল একসঙ্গে যোগ হইয় গেল। অতএব দেখা,