পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/২৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఇరి) বিদ্যুৎ চিত্র হইতে ইহার গঠন প্রণালী বোধগম্য হইবে। আর্শ্বেচারের প্রত্যেক কয়েল পরবর্তী কয়েলের সহিত সিরিজে .সংযুক্ত হয় এবং এইরূপ এক একটি সংযোগ স্থান কমিউটেটারের এক একটি ধাতুৰ্থণ্ডের সহি ছ ংযুক্ত হয়,-স্বতরাং আৰ্ম্মেচারে যতগুলি কয়েল থাকে কমিউটেটারে ততগুলি ধাতুখণ্ড বা কোয়! আবশ্যক হয় । at* ( Brushes) :—•{έ έεται f6ā-రిరిరి তাম্র দ্বারা প্রস্তুত হইত কিন্তু আজকাল ‘স্পার্ক’ বা অগ্নিস্ফুলিঙ্গ রদ করিবার জন্য ইহা সচরাচর কার্বন দ্বারা প্রস্তুত হয়। তামব্রাস তিন প্রকারের হয়— ১ । জালতি বা ‘গজ’ (Gauge)ব্রাস, ২ । তার বা ‘জয়ার'(Wire) ব্রাস ও ও পাত বা ষ্ট্রিপ ( Strip ) ব্রাস । ইহাদিগকে ৩৩৪—৩৩৬ চিত্রে e দেখান इहेब्राई | -- চিত্র ৩৩৪-৩৩৬ গজব্রাস — ইহা একখণ্ড তাম্রস্তারের জালতিকে পাট করিয়া প্রস্তুত (চিত্র ৩৩৪) হয়। এই জালতিকে এরূপভাবে পাট করিতে হয় যেন তারগুলি কোণাকুণি ভাবে থাকে, নচেৎ তারগুলি সোজাসুজি ভাবে থাকিলে ইহাদের শেযভাগ নির্গত হইয়। থাকিবে এবং তাহাতে কমিউটেটারের উপর অ চড় পড়িতে পারে। এই ব্রাস খুব নরম হয় ও কমিউটেটারের সহিত ভালভাবে স্পর্শ করে, কিন্তু ইহ বায় সাপেক্ষ । তার বা অয়ার ব্রাস ঃ-ইহা কতকগুলি ভাস্ত্রের তারকে একত্রিত করিয়া। প্রস্তুত হয়। ইহা গজ ব্রাস অপেক্ষা কড়া বলিয়া কমিউটেটারের উপর দাগ পড়ে ও উভয়েই ক্ষয়প্রাপ্ত হয়। এই নিমিত্ত অনন্যোপার ব্যতীত ইহা ব্যবহৃত হয় না । * পাতত্ত্বাস —ইহা কতকগুলি তাম্রের পাতকে একত্রিত করির প্রজ্ঞত হয়, চিত্র ৩৩৫, স্বতরাং ইহার প্রস্তুত প্রকরণ খুব সহজ। কিন্তু ইহা বড় কড়া হয় বলিয়৷ সচরাচর ব্যবহার হয় না। কোন কোন স্থলে ইহাকে একটু নরম করিবার জঙ্ক একটি