পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/২৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক- ২৩৮ ভজন্ত ইহাতে প্রবাহ বহিতেছিল এবং বলা বাহুল্য যে এই প্রবাহ এই মেক্কর অধীনস্থ আৰ্ম্মেচারের অৰ্দ্ধেক পরিমিত কয়েলের মধ্য দিয়৷ বহিতেছিল। যখন উছ নিষ্ফল স্থানে আসে, তখন উছার মধ্যে খুব অল্প সময়ের জন্ত ভোলটেজ সম্ভাবনা বন্ধ হয় বটে, কিন্তু সঙ্গে সঙ্গে প্রবাহ বন্ধ হয় না, ইহা আরও কিছুক্ষণের জন্ত অবত খুব অল্প সময়ের জন্ত ঠিক পূর্বের মত ঐ কয়েলের মধ্য দিয়া, অর্থাৎ যে দিকে বহিতেছিল সেই দিকে, বহিতে থাকে ( যেমন একটি ইঞ্জিন কোন গাড়িকে ঠেলিয়া লইয়া যাইতে যাইতে হঠাৎ ঠেলা কাৰ্য্য বন্ধ করিয়া থামিয়া গেলেও গাড়ী তৎক্ষণাৎ থামে না, ইঞ্জিন বন্ধ হইবার পরেও কিছুক্ষণের জন্য চলিতে থাকে ও কিছু পরে থামিয়া যায় )। এই অবস্থায় ফাস বা কয়েলটি ব্রাসের মধ্য দিয়া সর্ট-সার্কিটেড হওয়ায় ভোল্‌টেজ সাম্ভাবনা বন্ধ হইবার পরেও বহমান প্রবাহ, আৰ্ম্মেচার কয়েলের আৰ্দ্ধাংশের মধ্য দিয়া প্রবাহিত না হইয়া, ব্রাস ও কমিউটেটারের কোয়াদ্বয়ের মধ্য দিয়া নিজের মধ্যে বহিতে থাকে। এখন প্রায় সঙ্গে সঙ্গেই কমিউটেটারের একটি কোয় ব্রাসকে ছাড়িয়া যাইবে, সেই সময় সট-সাকিটেড কয়েলটির বৈদ্যুতিক পথ ঐ ব্রাসের স্থানে ভগ্ন হইবে। সুতরাং কয়েলটির মধ্যে প্রবাহ থাকা হেতু ঐ পথ ভগ্নকালে, কয়েলটির মধ্যে স্বীয় সম্ভাবন হইবে এবং ইহা ভয়কালীন স্বীয় সম্ভাবন বলিয়। ঐ স্থানে ভগ্ন কালীন অগ্নিস্ফুলিঙ্গ ( Break spark ) হইবে। ইহাই ব্রাসের নিকট অগ্নিস্ফুলিঙ্গ হইবার কারণ। অগ্নি স্ফুলিঙ্গ রদ করিতে হইলে, যদি ব্রাসটিকে আরও একটু অগ্রসর করা যায়, তাহা হইলে পথ ভগ্ন হইবার পূৰ্ব্বেই, ঐ ব্রাস অপর মেরুর অধীন হইবে ও ব্রাসটা কেমিডেটেটার কোয়াকে স্পর্শ করিয়া থাকিবার কালে, পূৰ্ব্বে যে প্রবাহ বছিতেছিল তাহা ক্রমশঃ হ্রাস হইয়া বন্ধ হইয়া যাইবে ও বিপরীত দিকে প্রবাহ সম্ভাবিত হইতে থাকিবে ( পরেও কয়েলের মধ্য দিয়া এই