পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/২৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক ૨૬૨ ডাক্সলামের পরিকতা (Efficiency of Dynamo) প্রত্যেক যন্ত্রেই যে পরিমান শক্তি যোগান হয় সেই পরিমান কাৰ্য্য পাওয়া যায় না, কোন না কোন কারণে কিছু শক্তির অপব্যয় ঘটে। কোন যন্ত্রের মধ্যে যে পরিমান কাৰ্য্যশক্তি যোগান হয় তাহার সহিত তুলনায় যে,পরিমাণ কাৰ্য্য ঐ যন্ত্র হইতে পাওয়া যায় তাহাকে ঐ যন্ত্রের পারকতা বা ‘এফিসিয়েন্সি’ (Efficiency) বলে। ডায়নামো ও মোটরে বেয়ারিংএর সহিত সাফটের ঘর্ষণ, ব্রাসের ঘর্ষণ এবং বায়ুর মধ্যে ঘুর্ণায়মান অংশাবলী হেতু বাধা, এই সকল কারণে কিছু অপব্যয় বটে। এতদ্ব্যতীত আৰ্ম্মেচার ও রাজ্য চুম্বক সকল উত্তপ্ত হওয়া, এবং এডি কারেন্ট ও হিষ্টেরেসিস হেতু লৌহের মধ্যে কিছু অপচয় হয়। এই সকল কারণে ডায়নামে ব৷ মোটরের মধ্যে যতট। শক্তি প্রয়োগ করা হয় ততটা পরিমাণ কাৰ্য্য পাওয়া যায় না। এই সম্পর্কে নিম্নলিখিত সূত্রগুলি দ্রষ্টব্য— বহিপথে_ওয়tট মোট উৎপন্ন ওয়াট Watt in the external circuit Total watt generaued - বহিপথে ওয়াট *3 রকতা = -- --- — — -- সওদাগরি পারকতা মোট প্রদত্ত শক্তি watts in the external circuit Tলফলুদল supplied সুতরাং সওদাগরি পারকতা সকল সময় বৈদ্যুতিক পারকতা অপেক্ষা কম, কারণ যন্ত্রের মধ্যে ঘর্ষণ হেতু অপচয় ঘটেই। কিন্তু এরূপ অপচয় অতি অল্প হয় বলিয়া এই পারকতা দ্বয়ের মধ্যে অধিক প্রভেদ হয় না। ভাল বড় যন্ত্রের সওদাগরি পারকতা ৯২% হইতে ৯৫% ৷ মোট উৎপন্ন ওয়াট মোট প্রদত্ত শক্তি Total watts generated Mechanical efficiency - Total Power supplied বৈদ্যুতিক পরিকতা = Electrical Efficiency = Commercial efficiency == যান্ত্রিক পারকতা =