পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৩১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

చి సెలి বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক আধুনিক পাত গঠন :–আজকাল অনবরত প্রবাহের দিক বদলাইয়া পাত প্রস্তুত হয় না, "ফর’ ( Faure ) প্রবর্তিত পদ্ধতি অনুযায়ী পাতগুলিতে, চার্জ করিবাের পূৰ্ব্বে, রেডলেড ( Pb,O.) কে সালফিউরিক এসিডে কর্দমাকারে মাখিয়া পাতের উপর লাগান হয়। অনেক স্থলে কেবলমাত্র+পাতে ঐ পদার্থ লাগান হয়,-পাতে সালফিউরিক এসিডে কর্দমাকারে মাথ। "লিথার্জ' ( PbO ) ব্যবহৃত হয়। ইহাদিগকে পেষ্টেড প্লেট বা পাত বলে, ৩৯ • চিত্র । এষ্ট কর্দমাকার পদার্থ পাতের গাত্রে আবদ্ধ থাকিবার জন্য পাতগুলি *শিরতোলা” বা “খাজকাটা” প্রভৃতি আকারের হয় । কয়েক প্রকার পাতের কাঠাম ৩৯১-৩৯৩ চিত্রে প্রদত্ত হইল । কোন কোন সেলে প্ল্যাটি +পাত ও পেষ্টেড — পাত ব্যবহৃত হয়। 觀 H চিত্র—৩৯১ চিত্র-৩৯২ f6తా-రిసారి পেষ্টেড় পাতের রাসনাক্সনিক ক্রিক্স। :–(ক). চার্জ করিবার পূৰ্ব্বে—PbgO, ব্যবহার করিলে, এসিডে ডুবাইলে PbO• এবং PbSO, হয়, যথা— ( ) (>) PbaO, + 2H,SO, = Pb0, +2PbS0. + 2H,O সুতরাং + ও — উভয় পাতেই পার অক্সাইড ও সালফেট থাকে। (খ) চার্জ করিবার সময়, পজিটিভ পাতে অক্সিজেন সালফেটকে পার অক্সাইডে পরিণত করে, যথা,— (*) PbSO4 + O + H„O - PbO, + H, SOT — পাতে হাইড্রোজেন ( B, ) PbO, ও PbSO,কে রিডিউস করিয়া স্পঞ্জ সীসকে পরিণত করে, যথা—