পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৩১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক ২৯8 (o) PbO, + 2H, — Pb + 2 H,0 (8) PbSO, + H, — Pb+ H,SO, এইরূপে চার্জ করিবার পরে পুর্বের ন্যায়+পাতেPbO, ও-পাতে স্পঞ্জ Pb পাওয়া যায় এবং (১) ও (৪) ক্রিয়া দ্বারা HASO, প্রস্তুত হওয়ায় চার্জ করিবার কালে ইলেক্টোলাইটের আপেক্ষিক গুরুত্ব বৰ্দ্ধিত হয়। (গ) ডিসচার্জ কালীন রাসায়নিক ক্রিয়া পুৰ্ব্বের ন্যায়। —পাতে PbO ব্যবহার করিলে চার্জ করিবার পূৰ্ব্বেই এপিডে ডুবাইলে PbSO, প্রস্তুত হয়, যথা— (t) PbO+ HaSO, = PbSO, + H.O পরে পূৰ্ব্বের ন্যায় রাসায়নিক ক্রিয়া ঘটে। সেলের কেপাসিটা আমপেয়ার-আওয়ার দ্বারা পরিমিত হয়—অর্থাৎ সেল হইতে প্রাপ্তব্য আমপেয়ার হিসাবে পরিমিত প্রবাহকে, উহা যত ঘণ্টা কাল ব্যাপিয়া ঐ প্রবাহ দিতে সক্ষম ত দ্বারা গুণ করিলে যে গুণফল ( আমপেয়ার x ঘণ্ট ) হয়। তদ্বারা পরিমিত হয় । কোন সেল বা ব্যটারি হইতে সৰ্ব্বাপেক্ষা অধিক যে পরিমাণ প্রবাহ লওয়া যাইতে পারে ( Maximum Discharge Current ) তাহা সেলের গাত্রে প্রস্তুতকারক দ্বারা লেখা থাকে । কোন সেলের গরিষ্ঠ প্রবাহ দিবার ক্ষমুক্ত। ১• আমপেয়া ও উহার কেপাসিট ১২ - আম্প-আওয়ার হষ্টলে, উগ ১• আম্প হিসাবে ,১২ ঘণ্টা বা ৫ আম্প হিসাবে ২ ১ ঘণ্টা, বা ৩ আম্প হিসাবে ৪ • ঘণ্টা কাল প্রবাঙ্ক দিতে পারে । কিন্তু গরিষ্ঠ প্রবাহ অপেক্ষা অধিক প্রবাহ লইলে দৃষ্ট হইবে, উহার কেপাসিটী কিছু কম, যথা–উহ। ङइँटङ २० আম্প হিসাবে প্রবাহ লইলে দৃষ্ট হইবে উঠা ৬ ঘণ্টা স্থায়ী হইবে না, প্রায় ৫ ঘণ্টা প্রবাত দিবে, ৩• আম্প হিসাব মোট ৩ ঘণ্টা প্রবাহ দিবে। সেলের কেপাসিটী উহার পাতের পরিমাপ বা সাইজ ও তাছাদের প্রস্তুতি বা 'ফৰ্ম্মেসান' ( Formation ) এর উপর নির্ভর করে ।