পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৩১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

९ॐé বিদ্যহ-তত্ত্ব শিক্ষক কেপাসিট বাড়াইবার জন্য পাতের বিস্তৃতি অধিক করিতে হইলে বড় পাত ব্যবহার না করিয়া, কণ্ডেনসার প্রস্তুতের ন্যায়, স্থান ও পদার্থ পরিমাণ সস্কুলানের নিমিত্ত ছোট ছোট পাত প্যারাগালে সংযুক্ত করিয়া ব্যবহার হয়, চিত্র ১০৯,১১• দেখিলে ইহা বুঝিন্তে পারা যায়। এরূপ সাজানতে প্রত্যেক পাতদ্বয়ের মধ্যে ব্যবধান অল্প হওয়ায় আভ্যস্তরিক বাধা অল্প হয়, এবং যাহাতে পাতগুলি পরস্পরের সহিত স্পর্শ করিয়৷ সর্ট সার্কিট না ঘটায়,তজ্জন্য প্রত্যেক পাতদ্বয়ের অন্তরা সেপারেটার (৯ চিত্র ৩৯- ) ব্যবহৃত হয়। ছিদ্র বিশিষ্ট এবনাইট বা সেলুলয়েড পাত, * ১ লবনাক্ত পদার্থ রচিত কাষ্ঠ বা தி • ফাইবার পাত (Fibre) বা কাচের $oil (Glass Wool) প্রভৃতি কুপময় অপরিচালক পদার্থ দ্বারা সেপা f5భ్-రిసెR- 8 - ఆ রেটার প্রস্তুত হয় এবং ইহাদের জারুতি সেলের পাত অপেক্ষা কিছু বড় হওয়া প্রয়োজন । সেনল গডলে প্রয়োজনীশু অপরাপর দ্রব্য :– সেলের এসিড মিশ্রিত জল, পাত, প্রভৃতি ধারণ করিবার নিমিত্ত একটি বাক্সের প্রয়োজন হয় । বাক্সটি এরূপ পদার্থে নিৰ্ম্মিত যেন এসিড দ্বার। ক্ষতি গ্রস্ত না হয়। এই বাক্স সীসা, কাচ, রবার, সেলুলয়েড বা এবনাইট নিৰ্ম্মিত হয় । ব্যবহার দ্বারা সেলের পান্ত ক্রমশঃ ক্ষয়প্রাপ্ত হক্টতে থাকিলে, পাভ হইতে ক্রমশ: পেষ্ট খষিয়া বাক্সের তলদেশে জমে এবং যাহাতে