পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৩১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ネ。" বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক পাটখিলে রংএর প্লেটগুলি যে পোলের সহিত সংযুক্ত তাহা + পোল ও ধূসর বর্ণের প্লেটগুলি যাহার সহিত সংযুক্ত তাছ-পোল। পোল নিরুপণ করিতে হইলে পোলদ্বন্ধ হইতে দুইটি তার লইয়া লবণাক্ত জলে নিমগ্ন করিলে, যে তারে গ্যাস বুদবুদ ( হাইড্রোজেন) জমিতে দৃষ্ট হইবে তাহ – পোল । ব্যাটারির বেলায় এই পরীক্ষার্থে ব্যাটারির অন্ততঃ কিছু চার্জ থাকা প্রয়োজন এবং ব্যাটারি ডিসচার্জড হুইয়া গেলেও এরূপ সামান্ত চার্জ থাকে। অথবা মেরু নিরুপক কাগজ ( Pole Finding paper) দ্বারাও ইহা নিরুপিত হইতে পারে । ব্যাটারি চার্জ করিবার সময় সম্পূর্ণ চার্জ করিতে হয়। সম্পূর্ণ চার্জ হইলে ইলেক্টোলাইট ঘোলা হয়, উভয় প্লেট হইতে প্রচুর গ্যাস নির্গত হয় ও ফেনা হইয়া ফুটিবার মত হয়, এবং ইলেক্টোলাইটের আপেক্ষিক গুরুত্ব আর পরিবৰ্দ্ধিত হইতে থাকে না, প্রায় ১২ হয় । আপেক্ষিক গুরুত্ব দেখিবার জন্য "হাইড্রোমিটার, o ৪০৩ চিত্র ব্যবহার হয়, ইহার গঠন ও ব্যবহার বিধি মোটর | 驚 শিক্ষকে দ্রষ্টব্য । ডায়নামে হইতে চার্জ করিতে 屿 থাকিলে, চার্জ তইয়া গেলে, আগে ব্যাটারিকে স্বইচ দ্বারা "বিযুক্ত করিয়া পরে ডায়নামোকে থামাইতে হয় । ব্যাটারির : প্রস্তুতকারক যে সৰ্ব্বাপেক্ষা অধিক প্রবাহ নিৰ্দ্ধারিত করিয়া দেয়, তদপেক্ষা এধিক প্রবাহ উহা হইতে লইতে নাই । তাহাতে আভ্যধিক প্রবাহ জনিত অত্যধিক উত্তাপে প্লেটের সীসা ও পেষ্ঠের অসমান ক্লিফারণ হেতু বক্রভা প্রাপ্তিতে পেষ্ট খষিয়া যায় এবং প্রবল রাসায়নিক ক্রিয়া দ্বারা ও পেষ্ট থষিয়া যায় ও কঠিণ সালফেট প্রস্তুত হয় । এই কারণ ব্যাটারির পোলদ্বয়কে সট সার্কিট করিতে নাই। ব্যাটারির সঙ্কিত চিত্র—৪•৩ সৰ্ব্বাপেক্ষা অধিক প্রবাহ লেখা না থাকিলে, মোটামুটি (+) পাতের গাত্রের প্রতি ১২ বর্গ ইঞ্চিতে ১ আম্প প্রবাহ ধরা যাইতে পারে । |