পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৩১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

३8जेN) বিদ্যুৎ-তত্ত শিক্ষক নিজেই খারাপ হইয়া যাইবে, তত্ৰাচ প্রবাহ দানে অক্ষম হষ্টবে না। - এষ্ট নিমিত্ত ব্যাটারির ஆ1 *+4 掛 প্রস্তুত কারক উহা হইতে #: 盤扭 ম সৰ্ব্বাপেক্ষা অধিক কি পরিমাণ প্রবাহ লওয়া চলিতে পারে তাহ৷ সচরাচর উল্লেখ করিয় দেন, এই প্রবাহকে “গরিষ্ঠ চিত্ৰ—৪১২ 2|ato” (Maximum discharge current ) বলে । গরিষ্ঠ প্রবাহ ব্যাটারির পাতগুলির গঠন, বিস্তৃতি, পরিমাপ ও সংখ্যার উপর নির্ভর করে । ব্যাটারির ক্ষমতা আম্পেয়ার-ঘণ্টা (ampere-hour) দ্বারা পরিমিত হয় । কোন ব্যাটারির ক্ষমতা ২৪ • আম্প-ঘণ্টা ও গরিষ্ঠ প্রবাহ ৪ • আম্প হইলে, ৪ - আম্প করিয়া প্রবাহ লইতে থাকিলে উহ খারাপ হইবে না । এবং হিসাব মত ৬ ঘটা কাল ব্যাপিয়া প্রবাহ দিতে পারা উচিৎ বটে, কিন্তু দৃষ্ট হইবে হয়ত ৫ ঘণ্টা ৫৯ মিনিট কাল ঐ ভাবে প্রবাহ দিতে পারে। অর্থাৎ ঐরুপ অধিক প্রবাঙ্গ লইতে থাকিলে দেখা যায় ব্যাটারির ক্ষমতা কম হয় । কিন্তু যদি ২• আম্প করিয়া প্রবাহ লষ্টতে থাকা যায় তাহা হইলে হিসাব মত ১২ ঘণ্টা কাল ব্যাপিয়া প্রবাহ দেয় । আবার যদি আরও অল্প পরিমাণে প্রবাহ লষ্টতে থাকা যায়, তাঙ্গ হষ্টলে দৃষ্ট হয়। উগর ক্ষমতা ২৪- আম্প-ঘণ্টা অপেক্ষা অধিক যথা, ১• আম্প করিয়া প্রবাহ লইলে হিসাব মত ২৪ ঘণ্টা কাল প্রবাহ দেওয়া উচিৎ, কিন্তু কাৰ্য্যতঃ দৃষ্ট হইবে, হয়ত ২৭ ঘণ্টা কাল ঐরূপ প্রবাহ দিবে, অর্থাৎ ক্ষমতা প্রায় ২৭ - আম্প-ঘণ্টা দাড়াইতেছে । প্রবাহ আরও কম লইতে থাকিলে দৃষ্ট হইবে ক্ষমতা আরও অধিক,