পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৩১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ব শিক্ষক S)e R ফায়ারে চারিটি সেল আছে। প্রত্যেক সেলে একটি করিয়া সীসার পাত্ত ও একুটি করিয়া এলুমিনিয়াম রড, এলুমিনিয়াম*Too (Aluminium Phosphate ) aftsসনে নিমজ্জিত আছে । এলুমিনিয়ামের আশ্চৰ্য্য ধৰ্ম্মানুসারে ঐ ব্যাটারি যেন ইলেক্টিক ভালভের কাৰ্য্য করে । ঐ সেল কারেণ্টকে এক দিক হইতে অপর দিকে চিত্ৰ—৪১৩ যাইতে দেয় কিন্তু যখন কাবেণ্টের গতি পরিবর্তন হয় তখন তাঙ্গার গতিরোধ করে। অতএব কারেন্টের গতি এক দিক হইতে ঠিক ডাক্টরেক্ট -কারেন্টের ন্যায় কার্ধ্য করিয়া ব্যাটারি চার্জ করে । ঐ রেক্টিফায়ার সহজেই প্রস্তুত করিতে পারা যায় এবং সাধারণ প্রাইমারী ব্যাটারির স্থায় তিন চারি মাস অস্থর এলুমিলিয়াম রডট বদল কল্পিত হয়। এলুমিনিয়াম ফসফেট ডিষ্টিল্ড জলে গুলিতে হয়। এই উপায়ে যদি ব্যাটারি চাজ করা হইতে থাকে তত্বে কারেন্টের অৰ্দ্ধাংশ প্রায় নষ্ট হইয়া যায় । অধিক আকুমুলেটার চাজ করিতে হইলে একটি অলটারনেটিং কারেন্ট মোটর দ্বারা ডায়নামে চালাইলেই সুবিধা হয়। অধুনা ডাইরেক্ট এবং অলটারনেটিং কারেণ্ট মোটর-জেনারেটার এক সঙ্গেই প্রস্তুত হইতেছে, তাহাকে কনভারটার ( Converter) কহে । ঐ কনভারটারের একদিকে শ্লিপ রিং, অপর দিকে কমিউটেটার স্থাপিত ছয় । শ্লিপ রিংএর এক