পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৩২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক Se 9 " কারেন্ট (যে পরিমাণ প্রবাহ দ্বারা উহাকে চার্জ করিতে হইবে ) ও উহার কেপাসিটি বা ক্ষমতা হইতে নিৰ্দ্ধারিত হয়। এই চার্জিং কারেন্ট ও কেপাসিটি প্রস্তুতকারক দ্বারা ব্যাটারি সহ উল্লেখিত হয়, যথা—একটি ব্যাটারির চার্জিং কারেন্ট ৫ আম্প ও কেপপিটি ২•• আম্প-ঘণ্টা হইলে, যেহেতু আকুমুলেটারদিগের পরিকতা বা ‘এফিসিয়েন্সি প্রায় ৮৫% ২•• আম্পঘণ্টা ব্যাটারির মধ্যে সঞ্চিত করিতে হইলে ২ • • + '৮৫ - ২৩৫ আম্প-ঘণ্টা লাগিবে । অতএব ৫ আম্প প্রবাহ- দ্বারা চার্জ করিলে, ২৩৫ -- a = ৪৭ ঘণ্টাকাল ব্যাপিয়া চার্জ করিতে হইবে অর্থাৎ প্রায় দুষ্টদিন লাগিবে । বলা বাহুল্য চার্জিং কারেন্ট অপেক্ষ অধিক প্রবাহ দ্বারা চার্জ করিলে আকুभूगफ़ेब्र नडे श्ब्रा बाब्र । আকুমুলেটার চার্জ করিতে হইলে বাহির হইতে প্রবাহ উছার মধ্য দিয়া বহাইতে হয়, স্বতরাং এই প্রবাহের ভোলটেজ ব্যাটারির ই, এম, এফ, অপেক্ষ কম হইলে চলিবে না। ডিসচার্জ হইয়া গেলে সেল প্রতি আকুমুলেটারের ই.এম, এফ, ১৮ভোল্ট হয়, অতএব চার্জ করিবার প্রথমাবস্থায় সেল প্রতি অন্ততঃ ১৮ ভোলট প্রযুক্ত হইলে তবে ব্যাটারি চার্জ হইতে আরম্ভ হইবে । কিয়ৎ পরিমাণে চার্জ হইলেই সেল প্রতি ব্যাটারির ই, এম, এফ, গড়ে প্রায় ২ ভোল্ট হয়, সুতরাং তখন চার্জ করিরার নিমিত্ত সেল প্রতি ২ ভোল্ট চাপ প্রযুক্ত হওয়া প্রয়োজন। চাজ করা শেষ হইবার সময় সেল প্রতি ই, এম, এফ, প্রায় ২২ ভোলট হয়, স্বতরাং তখন সেল প্রতি ২-২ ভোল্ট চার্জ করিবার নিমিত্ত প্রয়োজন হয়। সাধারণে যে সকল ব্যাটারি ব্যবহার করেন সেগুলি চাজ করিতে হইলে, হয় কোন চাজ্জিং কোম্পানির নিকট হইতে চার্জ করিয়া লইতে হয়, আর যদি তাহারা বৈদ্যুতিক শক্তির গ্রাহক হন তাহা হইলে ইচ্ছা করিলে নিজেদের সাপ্লাই মেন হইতেও চাজ্জ করিয়া লইতে পারেন। এই চাজী করিবার প্রণালী নিয়ে একটি উদাহরণ দ্বারা বর্ণিত হইল।