পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৩২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

woo (t বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক ধরা যাউক যেন সাপ্লাই মেনের প্রেসার ২২• ভোল্ট, চাজ্জিং কারেন্ট ৫ আম্প এবং ৪টী সেল বিশিষ্ট একটি ও ৩ট সেল বিশিষ্ট একটি, এই দুইটি আকুমুলেটার চাজ করিতে হইবে। একসঙ্গে চাজ করা মনস্থ করিলে উহাদিগকে সিরিজে সংযুক্ত করিয়া লইতে হইবে, অর্থাৎ একটির (+) পোল অপরটির (—) পোলের সহিত সংযুক্ত করিতে হইবে। তাহ হইলে একটির (—) ও অপরটির (+) পোল অসংযুক্ত। যেহেতু চাজ্জ করিবার সময় আকুমুলেটারের মধ্যে (+) পাত হইতে (—) পাতে প্রবাহ বছাইতে হইবে (অর্থাৎ আকুমুলেটার হইতে প্রবাহ লইবার সময় উহার মধ্যে যে দিকে প্রবাহ বহে তাহার বিপরীত দিকে ), অতএব (+) পোলকে (+) মেন’এর ও (—)পোলকে(—)মেন’এর সহিত সংযুক্ত করিতে হইবে, কিন্তু সোজাস্বজি এরূপ সরল সংযোজন চলিবে না, কারণ ব্যাটারিদ্বয়ে মোট ৭ট সেল আছে, স্বতরাং প্রথমাবস্থায় তাহদের মোট ই,এম,এফ,=১৮× ৭= ১২৬ ভোলট, অতএব প্রযুক্ত (লাইন হইতে ) ২২• ভোলটের ১২৬ ভোলট ব্যাটারির ই, এম, এফ, হেতু নষ্ট হয় ও বাকী ২•৭৪ ভোলট ব্যাটারিতে প্রযুক্ত হয়, এবং যেহেতু ব্যাটারির আভ্যন্তরিক বাধা প্রযুক্ত ভোল্ট অনুযায়ী অধিক নহে, প্রবাহ অত্যস্ত অধিক হইবে ও ব্যাটারি খারাপ হইয়া ৰাইবে । এই নিমিত্ত জ্ঞাটারির সহিত এরূপ কোন বাধাকে সিরিজে সংযুক্ত করিতে হইবে যাহাতে প্রবাহ ৫ জাম্প অপেক্ষা অধিক না হয় । ২২• ভোলটের কার্বন ফিলামেণ্ট বাতি (lamp) দ্বারা ঐ কাৰ্য্য সুচারু ভাবে সাধিত হয়। তবে, একটি বাতি ব্যবহার করিলে প্রবাহ অতি অল্প হয়, এই নিমিত্ত প্যারালাল ভাবে সংযুক্ত এতগুলি বাতি ব্যবহার করিতে হয় যাহাতে e আম্প প্রবাহ হইতে পারে। যথা—১৬ ক্যাণ্ডেল, পাওয়ার বাতি ব্যবহার করিলে—( যেহেতু ইহাদিগের প্রতি ক্যাণ্ডেল পাওয়ারে প্রায় ৩৫ ওয়াট শক্তি প্রয়োজন হয়)—প্রত্যেক আলোর জন্য ৩৫ওয়াট x ১৬ = প্রায় ৫৫ ওয়াট শক্তি প্রয়োজন হইবে। মেহেতু ওয়াট= আম্প x ২• বি