পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৩৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

rరి':) বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক এবং ঐ তারে কোন পয়েণ্টার বা আয়না আবদ্ধ থাকে। ৪২২ চিত্রে “fsteig' s "fE-Ristersjfzi? (Despretz and D’ Arsonval) ag কয়েল ঘূর্ণনশীল গ্যালভানোমিটার খুলিয়া দেখান হইয়াছে। ইহাতে * একটি অশ্ব ক্ষুরাকৃতি চুম্বক আছে। এই চুম্বকের মেরুদ্বয়ের মাঝে একটি বাণিশ রোধিত তারের কয়েল তার দ্বারা ঝুলান আছে ও নিম্নে কয়েলটি S প্রিং দ্বারা আবদ্ধ। ঐ তারটি কয়েলের একশেষভাগের সহিত ও প্রিংটি কয়েলের অপর শেষভাগের সহিত সংযুক্ত, সুতরাং ইহাদের মধ্য দিয়া কয়েলের মধ্যে প্রবাহ পাঠান হয়। কয়েলের মধ্যে একখণ্ড छिंब-8२२ নরম লৌহ A আছে। ইহার দ্বারা কয়েলের মধ্যে রাজ্যভেজের প্রাখধ্য বৃদ্ধি পায়। প্রবাহ পাঠাইলে কয়েলটি ঘুরিয়া যায়। ইহার ঘূর্ণন দিক ফ্লেমিংএর বাম হস্ত নিয়মামুযায়ী হয়, কয়েলটি ঘূরিলেই উহা যে তার দ্বারা ঝুলান তাহা পাকাইয়। যায়, অর্থাৎ তাহাতে "টসান' (Torsion) হয়। এই পাক বা টপনি হেতু কয়েকটি কোন নির্দিষ্ট স্থানে স্থির হয়, এই যন্ত্রটি ডেডবীট। " এবং § { } = G , , স্বতরাং যদি ঘূর্ণন খুব কম হয়, তাহা হইলে— cwtoy a-sin a, C-G tan a wfts C-G xa ঘূর্ণনশীল কয়েল গ্যালভানোমিটারের মধ্যে “মারটন” ও “ম্যাথার” (Ayrton and Mather) F5 Rf5 Rg sist" | Retā stā atক্ষুরাকৃতি চুম্বকটি প্রায় চোঙ্গের মত, কেবলমাত্র একস্থানে একটু ফাক আছে । ঐ ফাকের মধ্যে লম্বা, সরু, চতুষ্কোণ কয়েলটি একটি রৌপ্য নলের মধ্যে ঝুলে এবং এই কয়েলকে কাৰ্য্যামুযায়ী বদলান যায় ও বিভিন্ন