পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৩৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক ·HHN . S AASAASAAMMAAA AAAA AAAA SAAAAA AAAA AAAAAS SSAAAASAASAASAASAASAAAS মধ্যে আকর্ষণ, বিপরীত দিকে বহমান সমান্তরাল প্রবাহদ্বয়ের মধ্যে নিক্ষেপণ (চিত্র ১৮৪ ত্রষ্টব্য), ( ২ ) একই বিন্দুর দিকে বহমান বা তথা হইতে নিৰ্গত কৌণিক প্রবাহদ্বয়ের মধ্যে আকর্ষণ ও একটি, কোন বিন্ধুর দিকে, অপরটি, বিন্দু হইতে, বহমান এরূপ কৌণিক প্রবাহদ্বয়ের মধ্যে নিক্ষেপণ (চিত্র ১৮৫ দ্রষ্টব্য ) এবং ( ৩ ) আকর্ষণ বা নিক্ষেপণ বল প্রবাহদ্বয়ের গুণফল ও তারের দৈর্ঘ্য অনুপাতে হয় ও তাছাদের ব্যবধানের বিরূপ ভাবের হয়। মুতরাং ইহা দ্বারা প্রবাহ তেজ বা পি,ডি, পরিমিত হষ্টতে পারে । এই যন্ত্রের সুবিধা এই ষে প্রবাহের দিক বিপরীত হইলেও কাটার ঘূর্ণন বিপরীত হইবে না, কারণ উভয় তার বা কয়েলে প্রবাহের দিক পরিবৰ্ত্তিত হয় মুতরাং ইহা ডাইরেক্ট ও অপ্টারনেটিং উভয় প্রকার প্রবাহের পক্ষে ব্যবহৃত হইতে পারে।

  • শুক্সাচ fosstä (Watt-meter—Siemen's wattmeter) —ইহার প্রণালী ঠিক সিমেন্স ইলেকট্রো-ডায়নামোমিটারের

মত, ৪৪৬ চিত্র। ইহার কাঠাম, ৪৪৭ চিত্রে দেখান হইল। ইহাতে ঘুর্ণনক্ষম কয়েল ABC মোট তারের অল্প বাধা বিশিষ্ট এবং ইহা মেন লাইনের সহিত সিরিজে সংযুক্ত হয়, স্বতরাং ইহা *আমমিটার-কয়েল”। সরু তারের অধিক পাক বিশিষ্ট EFG কয়েলটি অধিক वाथा विनिटे ५ीय१ झेह, यांशश्न क्रमड - ( Power ) ব্যয় মাপিতে হইবে তাহার চিত্র -- ৪৪৬ সহিত সান্টভাবে সংযুক্ত করিতে হয়, ঈহ! ভোল্টমিটার কয়েল সাধারণ অবস্থায় কয়েলদ্বয়ের তল পরম্পরের সহিত সমকোণ করিা অবস্থান করে এবং তাঙ্গনের গতি সংযুক্ত