পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৩৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

HN H বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক কাল তাম্র তারও ব্যবহার হইতেছে। শূন্যগামী তার অনাবৃত থাকে, কেবলমাত্র উহার তাহাদের ধারক হইতে রোধিত । মাটী বা জলের মধ্য দিয়া যে তাঁর ষায় তাহারা বিশেষ ভাবে রোধিত এবং কনডুইটের (conduit) মধ্যে থাকে। সমুদ্রের মধ্যদিয়া যে তার যায় তাহ খুব শক্ত হওয়া প্রয়োজন। 2% to ☾yyᏃ☾ ৪৭২ চিত্রে সাবমেরিন কেবল && দৰ্শিত হইয়াছে । ইহাতে ঠিক মধ। স্থলে কতকগুলি সরু তাম তার একত্র আছে, তাহার উপর কয়েক স্তর গাটা পাচ্চ আছে, তৎপরে অস্কাতর সিক্ত চট জড়ান আছে—ও তদুপরি, শক্ত করিবার জষ্ঠ, আলুকাতর শিক্ত চট জড়ান ষ্টিল তার দ্বারা আবৃত। টেলিগ্রাফ লাইনের দোষ –মাট বা জল মধ্যস্থ কেবলে অন্তর্ভাগস্থ তাম্র তার ছিন্ন হওয়া বা কেবলটি ছিন্ন হওয়া হেতু অথবা ভগ্নস্থান বা যেখানে ইনস্কলেসান ঠিক মত নাই সেইস্থান দিয়া তাম ও মাটির মধ্যে সট সার্কিট হইয় যাওয়া হেতু দোষ সকল ঘটে। শূন্যগামী তার ধৃত স্থানে ভূ-সংলগ্ন হওয়া বা সন্নিহিত দুইটি তার স্পর্শ হইয় যাওয়া হেতু দোষ ঘটে । টেলিগ্রাফের তার কোনস্থানে একেবারে ছিন্ন হইলে পরীক্ষণ যন্ত্রে ইহার বাধা অশেষ (Infinite) দৃষ্ট হইবে, অথবা গ্যালভানোমিটারের হুচ ঘুরিবে না। আংশিক ছেদ ঘটিয়া থাকিলে দৃষ্ট হইবে ইহার বাধা অত্যন্ত অধিক এবং ‘লীক হষ্টতে থাকিলে দৃষ্ট হইবে ইহার বাধা অত্যন্ত অল্প। আর্থ রিটার্ণ লাইনে কোন স্থানে মাটির সহিত সট সার্কিট ঘটিতে পারে, ইহাকে ‘ফুল আর্থ কণ্ট' (Full earth fault) বলে। এরূপ দোষ কোথায় ঘটিয়াছে তাঁহা হিসাব করিয়া বাহির করা চলে, যথা—যদি কোন কেবলের প্রতি মাইলে বাধা হয় ২ ওম, এবং যদি কেবলটি ১•• মাইল লম্বা হয়, তাহ হইলে কেবলের মোট বাধা হওয়া উচিৎ ২ × ১••=২•• ওম। কিন্তু যদি দৃষ্ট হয় লাইনের বাং৮১৬• ওম ( ইহা ২•• ওম অপেক্ষা কম হইবে ) দাড়াইতেছে, তাহা হইল 2ছুs = ৮• মাইল, অর্থাৎ ৮• মাইল দূরে সট সার্কিট ঘটিয়াছে। টেলিফোন ( Telephone) —ইহা দ্বারা শব্দ একস্থান হইতে অন্যত্র চালিত হয় শৰ শক্তি উদ্ভূত বৈদ্যুতিক শক্তি শবশক্তিতে * エリ পরিণত হয়। ৪৭৩ চিত্রে টেলি ফোনের সেকসান হইতে ইঙ্গার কাৰ্য্যপ্রণালী বুঝা যাইবে । ইহাতে এবনাইট বা কাষ্ঠকেসের "ત્રિ-s૧૭ মধ্যে M একটি স্থায়ী চুম্বক,