পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৩৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক ج فيه বিদ্যুৎ বাহক তার যদি কোন খোলা স্থানে থামের উপর দিয়া যাক্টতে থাকে ও সেখান হইতে তারকে যদি গুহের মধ্যে লইতে হয়, তাঙ্গ হইলে দেখিতে হইবে যে, যে পাইপ বা গৰ্ত্ত দিয়া তার গৃহে প্রবেশ করিতেছে তাহার মধ্যে কোন প্রকাবে বৃষ্টিব জল প্রবেশ না করে। জল প্রবেশ করিতে পাচলে পাইপ মধ্যস্থ তারকে নষ্ট করিয়া দেয় । সীসার ভাব বেষ্টিত ইনস্থলেটেড তার দ্বারা অয়ারিং ( Lead covered wiring ) —সাধারণ লাইন তারের উপর আবাব একটি সীসার বেষ্টন ক 11 হয় । ইহার সুবিধ। এই ষে হঠাৎ তারের ইনসুলেসানে ড্যাম্প লাগিতে পারে না । সীসা বেষ্টিত তার কখন ১ গাছ, ২ গাছি, | | E ৩ গাছি পৰ্য্যন্ত একটি বেষ্টনের চিত্র—৪৯৪ মধ্যে থাকে ) একের অধিক তার থাকিলেও প্রত্যেক তাব রবাব প্রভৃতি ইনকলেসান দ্বারা অপর তার হই৩ে ইঞ্জিলেটেড অবস্থায় থাকে। দুই গাছি তারযুক্ত চিত্র—৪৯৫ ( লীড ও রিটার্ণ) সীসা বেষ্টিত তারই অধিক প্রচলিত। ১ গাচি বা ৩ গাছি যুক্ত তার বিশেষ কাৰ্য্যের জন্ত প্রস্তুত হয়। এই সীসা বেষ্টিত তাবে ড্যাম্প লাগ৷ হইতে বিশেষ ভয় না থাকায় ইহাদের দেওয়ালের মধ্য দিয়া দেওয়াল সংলগ্নিত খাটনি হয়। এই তার খাটাইবার সরঞ্জাম কেসিং ও ক্লিট অয়ারিং হ কিছু কিছু পৃথক। কিন্তু সাধারণ ক্লিট অয়ারিং বা কেসিং অয়ারিংএর সরঞ্জাম লইয়াও এই তার খাটান যাইতে পারে। এই তার খাটাইতে