পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৩৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক خاوه SS SAAA AAAA AAAA AAAASASASS SAAAAAA AAAASAAAA ইহাদের অৰ্দ্ধ ওয়াট (Half watt) ল্যাম্প বলা যায়। ইহার আলোক আবার সাধারণ মেটাল ফিলামেণ্ট ল্যাম্প অপেক্ষ সাদা। ইহাতে বিদ্যুৎ” খরচ আবার সাধারণ মেটাল ফিলামেন্ট ল্যাম্পেরও অৰ্দ্ধেক। সেই জন্য ইহার নাম হইয়াছে হাফ ওয়াট ল্যাম্প। প্রকৃত পক্ষে ১• • ক্যাণ্ডেল । পাওয়ারের নিয়ে কোন হাফাট ল্যাম্পই ঠিক অৰ্দ্ধ ওয়াট খরচ করার না। ক্যাণ্ডেল পাওয়ার যত কমিতে থাকে, হাফ-ওয়াট ল্যাম্প ততই সাধারণ মেটাল ফিলামেণ্ট ল্যাম্পের ন্যায় খরচ করায়। ১•• ক্যাণ্ডেল পাওয়ারের উপর পাওয়ার যুক্ত যত হাফ ওয়াট ল্যাম্প প্রস্তুত হয়, তাহার প্রকৃতই প্রতি ক্যাণ্ডেল পাওয়ারে অৰ্দ্ধ ওয়াট খরচ করায়। পূৰ্ব্বকথিত কাৰ্ব্বন ও সাধারণ মেটাল ফিলামেণ্ট ল্যাম্প সকলের মধ্য হইতে পাম্প স্বারা বায়ু নিষ্কাষন করিয়া তৎক্ষণাৎ উহাদের ‘লীল’ করিয়া দেওয়া যায়, যাহাতে কোনরূপে উহাদের মধ্যে পুনরায় বায়ু প্রবেশ করিতে না পারে। কারণ বায়ু প্রবেশ করিতে দিলেই প্রজ্জ্বলনশীল ফিলামেণ্ট তৎক্ষণাৎ বায়ুর অক্সিজেন গ্যাসের সহিত সংস্পর্শিত হইলেই ঐ ফিলামেণ্টগুলি অক্সিডাইসড হইয়া কাটিয়া. যাইবে ও বৈদ্যুতিক পথ ছেদিত হইবে । এই নিয়িত্ত কেহ কেহ এই ল্যাম্পকে ভ্যাকুয়াম ল্যাম্প (Vacuum Lamp ) বলেন। কিন্তু অৰ্দ্ধ ওয়ার্ট ল্যাম্পের মধ্যের বায়ু নিষ্কার্ষণ করিয়ী উহার মধ্যে নাটটোজেন গ্যাস ভর্তাি করি তৎক্ষণাৎ লীল করিয়া দেওয়া যায়। নাইটেজেন গ্যাসের গুণ এই যে অল্প পরিমান বিদ্যুৎ প্রবাহের দ্বারাই ফিলামেণ্টকে (অক্সিডাইজড না করিয়া) অত্যন্ত উত্তপ্ত করে। এই ফিলামেণ্ট অতিশয় উত্তপ্ততা হেতু অল্প বিদ্যুৎ প্রবাহে অধিক জ্যোতিঃ বা আলো দান করে। এই ল্যাম্পদিগকে কেহ কেহ গ্যাস ফিল্ড ল্যাম্প (Gas filled Lamp) নামে অভিহিত করেন। অন্য প্রকার ল্যাম্প যাহা প্রফেসার নাস টু দ্বারা আবিষ্কৃত হইয়াছে তাহাকে নাস টু ল্যাম্প নামে অভিহিত করা যায়। এই ল্যাম্প প্রতি ক্যাণ্ডেল পাওয়ারের জন্য