পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৪০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ND) বিদ্যুৎ তত্ত্ব শিক্ষক AeeMAMMAeAMS তজন্ত তাম্রের উপর টিনের কলাই থাকা বিধেয়। যাহাতে স্যাওতা ( Damp) না লাগে এবং প্রবাহ লীকৃ হইতে না পারে তজ্জন্য ভাল ভল্কানাইজড রবার প্রভৃতি ইনস্থলেটিং পদার্থ দ্বারা আবৃত হওয়া প্রয়োজন। এই ইনস্থলেটিং আবরণের স্থলত ভোল্‌টেজ অনুসারে অধিক হইবে । এই আবরণ যাহাতে নষ্ট না হয় তজ্জন্ত ফিতা বা স্থতার বুনান দ্বারা আবৃত থাকে। এবং এই স্থতার বুনানকে ড্যাম্প বা এসিড প্রভৃতি হইতে রক্ষা করিবার জন্য ইহাকে মোম (Wax ) বা আলকাংরা প্রস্তুত বার্ণিশে ( Marline) সিক্ত করা হয়। সচরাচর দুইটি করিয়া ফিতা আচ্ছাদিত রবারের আবরণ দেওয়া হয়, চিত্র ৫২৫ । এই রবার প্রভৃতি এরূপ হয় যেন ১৭০° C তপ্ততায় না গলে । क्रिख-¢२e তার খাটান –তার খাটাইবার সময় লক্ষ্য রাখিতে হইবে যে অযথা অধিক তার যেন ব্যবহার না হয়, অথচ দেখিতে সুচারু হয়, বিসদৃশু না হয়। (+) পজিটিভ ও (—) নেগেটিভ তারের মধ্যে যাহাতে সন্দেহ না হয় তজ্জন্য সচরাচর পজিটিভ তার বা লড়কে (Lead) বামদিকে (Left ) ও নেগেটিভ বা রিটার্ণ (Return ) তারকে ডাইনদিকে ( Right ) রাখা হয় । আবার কোথাও বু দুই বিভিন্ন রংএর তার যথা লাল ও কালে বা সাদা ও কালে রংএর তার ব্যবহার করে। সাধারণতঃ লাল তারটি পজিটিভ হয়। মিস্ত্রিগণ পজিটিভ তাম-ক গরম তার ও নেগেটিভকে ঠাও তার বলে, সংযোজনাদির সময় কালে তার ও লাল বা সাদা তারের সহিত ঐ প্রকার তার সংযোগ করিতে হয়। পজিটিভ তার (+) লাইন হইতে সুইচে যায়, নেগেটিভ তার (—) লাইন ইষ্টতে পরেন্টে যায়, পয়েন্ট হইতে সুইচ পর্যন্ত তারকে সংযোজক তার বলে। শাখা বাহির করিবার সময় এক রংএর তারের সহিত সেই রংএর তার যোগ করিতে হয় ।