পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৪১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ তত্ত্ব শিক্ষক wరినby


- - ---------------- ۔م۔

ওয়াল প্লাগ (Wall Plug) —এগুলি কাষ্ঠ বা চীনামাটী নিৰ্ম্মিত । ইহাতে দুইটি ধাতুর্থও থাকে, ঐ ধাতুখণ্ডৰয় পয়েণ্ট হইতে আগত তারদ্বয়ের সহিত সংযুক্ত থাকে এরং ঐ প্লাগদ্বারা পয়েণ্টকে লাইনের সহিত সংযুক্ত করা হয় (লাইনে সংযুক্ত এডপ্টারে বসাইয়া) । হেtলন্ডার (Holder) —এগুলি আলোকের বাল্ব প্রভৃতিকে ধারণ করবার জন্ত । বাহু যাহাতে পড়িয়া না যায় তজ্জন্ত ইহাতে খাজ কাটা বা পাচ থাকে এবং লাইনের তারদ্বয়ের সহিত সংযুক্ত দুইটি ধাতুখণ্ড থাকে। বান্ধটিকে পরাইয়া দিলে ইহার টামিনালদ্বয় ঐ ধাতুখণ্ডদ্বয়ের সহিত সংযুক্ত হয়। - তার খtটাল (Wiring ) । মুইচ ও পয়েণ্ট (আহে । পাথা প্রভৃতি) লাইনের সহিত সংযোজন – পূৰ্ব্বেই বলা হইয়াছে লাইনে দুইটি তার থাকে, একটি পজিটিভ ট্রা-ঢ় অপরটি নেগেটিভ এবং আলো বা পাথ প্রভৃতিকে পয়েণ্ট বলে। কিরূপ উদ্দেশ্রে আঁ, কিরূপ সুইচ দ্বারা পয়েণ্ট লাইনের সহিত - সংযুক্ত করা হয় এস্থলে কতকগুলি চিত্র দ্বারা চিত্র—৫৪১ দর্শিত হইলু । - - ৫৪১ চিত্রে দুইটি পয়েণ্ট L ও L প্রত্যেকেই নিজ নিজ সুইচ s ও S স্বারা লাইনের সহিত সংযুক্ত দশিত হইয়াছে। ইহাতে দৃষ্ট হইবে লাইনের একটি তারের A স্থান হইতে একটি তার সুইচের একটি টার্মিনালে গিয়াছে, স্বইচের অপর টামিনাল হইতে একটি তার পয়েন্টের বা তাহার হোল্ডারের একটি টামিনালে গিয়াছে, হোল্ডার বা পয়েন্টের অপর টামিনাল হইতে একটি তার লাইনের অপর তারে B স্থানে গিয়াছে। অপর পয়েণ্টটির বেলায়ও সংযোজন ঠিক এইরূপ। প্রত্যেক পয়েণ্টটিকে তদীয়