পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক ২ঔ যথাক্রমে অনুরূপ মেরু সম্ভাবিত হইবে (চিত্ৰ—৪•) । সুতরাং এরূপভাবে রাখিলে চুম্বকের তেজ কখনও কমিতে পারে না । চিত্রে N ও S দ্বার আদিম মেরু এবং n ও ৪ দ্বারা সম্ভাবিত মেরু নির্দিষ্ট হইয়াছে। মেরু খণ্ড, রক্ষক বা সংক্ৰোজক ( Pole Piece, keeper or armature ):—Foo ot's fairs ol दाबूद মধ্য দিয়া গমন কালে চুম্বক বলের তেজ কমিয়া যায় । কিন্তু যদি বায়ুর মধ্য দিয়া না যাইয়া কোন চুম্বক পদার্থের (যেমন লৌহের ) মধ্য দিয়া যায় তাহা হইলে তেজ কমে না । এইজন্য চুম্বকের বিপরীত মেরুদ্বয়কে সচরাচর নরম লৌহখণ্ড দ্বারা সংযোজিত করিয়া রাখা হয় । তাহাতে চুম্বকের তেজ আদেী কমিবার সস্তাবনা থাকে না । এরূপ লৌহখণ্ডকে মেরুখও (pole piece) বীরক্ষক (keeper) অথবা সংযোজক (armature ) বলে । দও-চুম্বকের বেলায় দুইটি চুম্বক লইয়া দুইটি লৌহখণ্ড দ্বারা তাঙ্গদের বিপরীত মেরুদ্বয়কে দুই দিকে সংযোগ AN Sা করিতে হয় (চিত্র-৪১)। অশ্বক্ষুরাকার *|S ন| চুম্বক হইলে তাহারমেরুদ্বয় একইদিকে চিত্র—৪১ বলিয়া একখণ্ড স্ট্রেই হইলেই চলে । চুম্বকত্বের অনুমান (Theory of magnetism ) :(১) আনবিক অনুমান (Molecular theory ) : -লৌহের অতু পরমাতুগুলি নিজে ... -سسساسا---ح চিত্র—৪২ রাই ক্ষুদ্র ক্ষুদ্র চুম্বক । সাধারণ লেহে চুম্বকত্ব দৃষ্ট ন হইবার কারণ এই যে, এই অস্থ পরমান্থগুলি এরূপ এলোমেলে ভাবে সাজাইয় থাকে যে কতকগুলির কার্য্যাবলী অন্ত কতকগুলির বিপরীত কাৰ্য্যাবলীর দ্বারা নষ্ট হইয়া যায়। যদি তাছাদিগকে