পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৪৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

so e - - প্রিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক SAMMAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS S S AAAAA AAAAA সওদাগরি বৈদ্যুতিক শক্তি সরবরাহ ঃসওদাগরি বৈদ্যুতিক শক্তি সরবরাহু করিতে হইলে নিম্নলিপি এ বিষয়গুলির বিষয় ভাল করিয়া বিবেচনা ও যন্ত্রাদি সংগ্ৰহ করিতে হক্টবে। ১। দৈনিক ২৪ ঘণ্টার মধ্যে সৰ্ব্ব সমেত কতটা ক্ষমতার প্রয়োজন । ২ । প্রতি মূহুর্তে গড়ে কতটা ক্ষমতার প্রয়োজন । ৩ । সমস্ত দিব রাত্রে কখন ও কতক্ষণ গরিষ্ঠ ক্ষমতা প্রয়োজন । ৪ । ক্ষমতা প্রেরণ কালে অপচয় কত । ৫ । ডায়নামে বা অণ্টারনেটরের পারকত । ৬ । ইঞ্জিন বা প্রথম চালকের পারকত । এই সকল বিষয় লক্ষ্য করিয়া ক্ষমতার হিসাব করিতে হইবে, তাঙ্গতে ইঞ্জিনের হর্ষ-পাওয়ার পাওয়া যাইবে । এষ্ট হর্ষ পাওয়ারের উপপ অন্ততঃ আরও একের চতুর্থাংশ ক্ষমতা সময় অসময়ের জন্ত অধিক ধরয় ইঞ্জিনের হর্ষ-পাওয়ার ধাৰ্য্য করিতে ইষ্টবে। ডায়নামে প্রভৃতি বৈদ্যুতিক শক্তি উৎপাদক যন্ত্র সকল দুষ্ট এক ঘণ্টা কাল কথিত ( declared ) ক্ষমতার উপর ২৫"/, প্রয়োজন হইলে ২৫"/, অধিক ক্ষমতা দিতে সক্ষম হয় । এই দুই ঘণ্টা কালের অধিক সময় ঐ অধিক ক্ষমতার প্রয়োজন. তইলে অন্ত কোন উপায়ের দ্বারা ঐ অধিক ক্ষমতা যোগান প্রয়োজন, ইঞ্জিন ও ডায়নামোর ক্ষমতা গড় প্রয়োজন ক্ষমতার উপর হিসাব করা হয় । যেখানে দিবা রাত্রে একপ্রকার ক্ষমতা" প্রয়োজন সেখানে একভাবে ক্ষমতা উৎপন্ন কারলেই চলে, কিন্তু যে সকল স্থানে দিবাভাগের কোন কোন সময় গড় ক্ষমতা অপেক্ষা অধিক ক্ষমতা প্রয়োজন হয় ও রাত্রে গড় ক্ষমতা অপেক্ষা কম ক্ষমতা প্রয়োজন, সেই সকল স্থানে হয় ইঞ্জিন ও ডায়নামোকে সৰ্ব্বাপেক্ষ তাধিক ক্ষমতার উপযোগী • করিতে হয়, নতুবা গুড় ক্ষমতার ইঞ্জিন ও ডায়নামে বসাইয়া উহার সহিত উপযুক্ত ੀ বাটারির ব্যবস্থা করিতে হয়। ঐ ব্যাটারির কেপাসিট এইরূপ হওয়া