পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৪৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক । se. AA AA ASASASA AAAAASAAAAeAAAS মধ্যে প্রচুর ফেজ-ডিফারেন্স আনয়ন করে। এস্থলে কারেন্ট ১০ আস্পই হইবে এবং ল্যাম্প ও চোকিং কয়েল একত্রে ২২• ভোল্ট চাপ পাইবে, কিন্তু গৃহীত শক্তি ২২•• ওয়াট অপেক্ষ অনেক অল্প হইবে ; ইহা আর্ক ল্যাম্পে যে ৫০০ ওয়াট প্রয়োজন হয় তদপেক্ষ বিশেষ অধিক হইবে না । অলটারলেটিং কারেন্টের প্রবাহ বেগ ও ভোল্টেজ পরিমাপ ৪—অলটারনেটিং কারেন্ট পৰ্যায়ক্রমে দুই বিপরীত দিকে বহিতে থাকে, সুতরাং একদিকের প্রবাহকে + ধরিলে অপর দিকের প্রবাহ – হইবে এবং এই প্রবাহ বেগ দুই সম + ও— পরিমাণের মধ্যে স্পন্দিত হয়। প্রবাহ বেগের স্পন্দনের কারণ ভোলটেজের ঐরূপ দুই সম বিপরীত পরিমাণের মধ্যে স্পন্দন। প্রবাহ বেগ প্রবাহের ফল দ্বারা পরিমিত হয়। যেমন তাপন ফল বা চুম্বক ফল । অলটারনেটিং কারেন্টের ১ আম্প বলিলে বুঝিতে হইবে ইহারদ্বারা আম্প যন্ত্র কন্টিনিউয়াস কারেন্টের ন্যায় উত্তাপ উৎপন্ন হয়। মুতরাং হিট অয়ার’ কন্টিনিউয়াস ও অলটারনেটিং উভয় কারেন্টের জন্য ব্যবহার হইতে পারে। দৃষ্ট হয় অলটারনেটিং কারেন্টের গরিষ্ঠ পরিমাণ ঐ একক পরিমাণের ১৪১ গুণ বা এই ‘একক পরিমাণ গরিষ্ঠ পরিমাণের ৭•৭ অংশ। উক্ত একক স্বারা পরিমিত অলটারনেটিং কারেন্টের পরিমাণকে ‘কার্য্যকরী পরিমাণ ( Effective si virtual current ) HIPI I ঠিক সেইরূপ অলটারনেটিং কারেন্টের কার্যকরী ভোলটেজ বলিলে বুঝতে হইবে যে, কন্টিনিউয়াস কারেন্টের ষে ভোলটেজ কোন নির্দিষ্ট বাধায় (ওমা) প্রযুক্ত হইলে যেরূপ উত্তাপ উৎপন্ন হয়, অলটারনেটিং কারেন্টের এই ভোলটেজ দ্বারাও ঐ বাধায় সেইরূপ উত্তাপ উৎপন্ন হয়। এই সংজ্ঞা মতে পরিমিত অলটারনেটিং কারেন্টের ভোলটেজকে কাৰ্যকরী ( Effective বা virtual ) ভোলটেজ বলে, এবং ইহা পূর্বের ন্যায় গরিষ্ঠ ভোলটেজের -৭•৭ অংশ বা গরিষ্ঠ ভোলটেজ কার্যকরী ভোলটেজের ১৪১ গুণ।