পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৪৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক 888 SAASAASAA AA ASASAS SSAS SSAS SSAS SSAS অলটারনেটরের রাজ্য চুম্বক ডাইরেক্ট কারেন্ট দ্বারা উত্তেজিত হয় এবং ঐ উত্তেজনা (excitation) তিন প্রকারে সাধিত হয়, (১) অলটারনেটারের নিজের মধ্যে উৎপাদিত শক্তি দ্বারা (কমিউটেটার সাহায্যে অলটারনেটিং কারেন্টকে ডাইরেক্ট করেণ্টে পরিণত করিয়া ), (২ ও ৩) অপর কোন স্থান হইতে প্রবাহ লইয়া, যথা, (২) অলটারনেটারের সহিত একই সাফটে চালিত একটি ডাইরেক্ট কারেণ্ট ডায়নামোর প্রবাহ দ্বারা (৩) বাহির হইতে কোন প্রবাহ দ্বারা । "... অলটারনেটরের মধ্যে উৎপন্ন অলটারনেটিং কারেন্ট দ্বার রাজ্যচুম্বককে উত্তেজিত করিতে হইলে ঐ কারেণ্টকে ডাইরেক্ট করিয়া লইতে হয়। এই নিমিত্ত কমিউটেট্রার ব্যবহৃত হয়। এই কমিউটেটারকে স্থবিধামত সচরাচর শ্লিপ-রিংএর বিপরীত দিকে স্থাপিত করিতে হয়। এই প্রকার কলকে ডবল-কারেন্ট অলটারনেটার বলে। রোটারী ফিল্ড যন্ত্রে ফিল্ড কয়েলের জন্ত শ্লিপ-রিং ব্যবহার করা প্রয়োজন হয়। রোটারী ফিল্ড রিং আমেচার চিত্র—৫৮৫ যন্ত্র ৫৮৫ চিত্রে দর্শিত হইয়াছে। রিং আমেচার অপেক্ষ ড্রাম আমেচারের প্রস্তুত প্রকরণ সহজ বলিয়া ইহাই অধিকাংশ স্থলে ব্যবহৃত হয়। ড্রামআমেৰ্চারের তার জড়াইবার পদ্ধতি ডাইরেক্ট কারেন্ট হইতে কিছু বিভিন্ন, যথা—যদি ২•• ফাস থাকে, ডাইরেক্ট কারেন্ট ড্রাম আমেৰ্চারে ঐ ২•• ফাসকে সমভাবে চতুর্দিকে বিছাইয়া দেওয়া হয়, অলটারনেটিং কারেন্ট ড্রাম আমেচারের wবলায় ঐ ২০০ ফাসকে একই স্থানে জড়ান হয়। ইহাতে ফল ভাল পাওয়া থায়, কারণ যে কোন সময় প্রত্যেক তারের ফেজ সমান, অর্থাৎ ভোলটেজ যখন শূন্ত হয় তখন সকল তারেই উহা শূন্ত হয় এবং ভোলটেজ যখন গরিষ্ঠ