পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৪৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক 8心8 S AAAAAA SAAAAA SAAA SS AASAASAA AAAAMSASAA S S AAAAAA AAAAA কিন্তু যদি কোন ফেজে অধিক সংখ্যক আলোক ব্যবহৃত হয়, তাহ হইলে অন্তগুলি অপেক্ষা উহাতে অধিক প্রবাহ বহিবে এবং প্রবাছের পার্থক্য মাঝের তারটি দিয়া বহিবে, এমন কি যদি কেবলমাত্র একটি ফেজে কতকগুলি আলোক থাকে ও অপরগুলিতে আলোক না থাকে, চিত্র ৬০৪, তাহা হইলে ঐ ফেজে প্রবাহিত সমস্ত প্রবাহ মাঝের তার দিয়া বহিবে। উপরে কয়েলগুলির যে প্রকার সন্নিবেশ দৰ্শিত হইল তাহাকে ‘ষ্টার’ (star তারা) কনেকসান বলে, কারণ ইহাতে তার হইতে রশ্মি যেমন চারিদিকে ছড়াচয় পড়ে সেইভাবে কেন্দ্র হইতে কয়েলগুলি চতুদিকে প্রসারিত হইতেছে । ইহা বাতীত আর এক প্রকার সন্নিবেশন আছে তাহাকে ‘মেশ’ ( mesh জালতি ) কনেকসান বলে । ইহাতে কয়েলগুলি এরূপভাবে - সাজান হয় যেন একটি জালতি বা ফাস প্রস্তুত কলে, চিত্র ৬০৫ ; এই , 4. চিত্র হক্টতে প্রথমেই অনুমিত হইবে ίνων", কয়েলগুলি নিজেদের মধ্য দিয়া সর্টচিত্র -৬০৫ সার্কিটেড, উহাদের মধ্য দিয়া অত্যন্ত অধিক প্রবাহ বহিবে ; কিন্তু তাহা নহে। পূর্বের হিসাব অনুযায়ী একটির ভোণ্টেজ অপর দুইটির ভোল্টেজ দ্বারা নাশ হয়। এই সংযোজনে বাহিরের দুইটি তারের মধ্যে ভোণ্টেজ এক-লেজ ভোণ্টেজের সহিত সমান, কিন্তু কাণ্ডেণ্ট একটি ফেজ কারেন্টের ১৭৩ গুণ। ট্রার কনেকসানে বাহিরের তারদ্বয়ের মধ্যে ভেণ্টেজ ফেজ ভোণ্টেজের ১৭৩ গুণ, কিন্তু প্রবাহ ফেজ প্রবাহের সমান ।