পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক ৩২ ঘুরিতে দৃষ্ট হইবে তদ্বারা S মেরু ও যে কয়েলটিতে প্রবাহ তাহার বিপরীত দিকে দৃষ্ট হইবে তদ্বার Nমেরু স্বল্প হইবে । কতকগুলি বিভিন্ন প্রকারের বৈদ্যুতিক চুম্বকের চিত্র দেওয়া হইল – বৈদুতিক চুম্বকের নিয়ম (Laws of Electro-Magnet):-(S) 24%if: R&s: তেজ উল্লাহর প্রবাহের তেজের অনুরূপ (২) বৈদ্যুতিক চুম্বকের তেজ গুটির পাকসংখ্যার অতুরূপ অর্থাৎ এই উভয় নিয়ম এক ব্ৰ করিলে বৈদ্যুতিক চুম্বকের তেজ আমপেয়ার পাকের অমুরূপ, (৩) বৈদ্যুতিক চুম্বকের তেজ লৌহের ধাতের উপর নির্ভর করে । যথা ;– নরম লোঁহের তেজ খুব অধিক হয়, কিন্তু প্রবাহ বন্ধের সহিত চুম্বকত্বও নষ্ট হইয়া যায়, আবার ইস্পাতে যদিও চুম্বকত্বের তেজ খুব বেশী হয় না, কিন্তু প্রবাহ বন্ধ হইলেই অধিকাংশ চুম্বকত্ব পরেও থাকে—যদি প্রবাহের তেজ ঠিক থাকে । (৪) বৈদ্যুতিক চুম্বকের তেজ গুটির তারের পদার্থের উপর বা উহার ব্যাসের উপর নির্ভর করে ন| ৷ চুম্বকত্ব =test ( Destruction of Magnetism ):— (১) সম্ভাবন দ্বারা (ক) কোন চুম্বক মেরুর দ্বারা (খ) ভূ-চুম্বকদ্বার, যথা— উত্তরমেরু প্রদেশে যদি চুম্বকের দক্ষিণ অন্বেষণকারী মেরুকে নিম্নে রাখা যায় বা দক্ষিণমেরু প্রদেশে যদি উত্তর অন্বেষণকারী মেরুকে নিম্নে রাখা যায়। এই সকল স্থলে আদিম মেরুর বিপরীত মেরু সম্ভাবিত হয় ও তস্থার চুম্বক তেজ হ্রাস বা ধ্বংস হয় ।