পাতা:বিবিধ কথা.djvu/১৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>w8 বিবিধ কথা এ কথা পরম বৈষ্ণবের কথা । জীবনকে এমনভাবে গ্রহণ করিয়৷ তাহাকে এমন মহিমময় অপরূপ করিয়া তোলা—ইহাই ছিল রবীন্দ্রনাথের কবিজীবনের পূৰ্ব্বাদ্ধ ভাগের সাধনা। এই রূপচর্য্যা ও এই প্রেম, বাংলা কাব্যে যে লাবণ্য সঞ্চার করিয়াছে, সে লাবণ্য ইতিপূৰ্ব্বে কুত্রাপি ছিল না ; চৈতন্তোত্তর গীতি-সাহিত্যে এই লাবণ্যের যে আভাস আছে, তাহাই সৰ্ব্বাঙ্গসঞ্চারী হইয়া সাহিত্যে জীবনকেই মহিমান্বিত করিয়াছে। রবীন্দ্রনাথের কবিজীবনের এই শেষাদ্ধভাগ এখনও সম্পূর্ণ হয় নাই বটে, তথাপি এই ভাগে তাহার কবিমানসের পরিচয় সমধিক পরিস্ফুট হইয়া উঠিয়াছে, এবং ইহারই সাহায্যে র্তাহার সকল কবিকীৰ্ত্তির রসরহস্য-নির্ণয়ের সুবিধা হইবে । বিলাকা হইতে আমি যে পংক্তিগুলি উদ্ধৃত করিয়াছি, তাহা দ্বারা অবশ্য এই শেষাৰ্দ্ধ ভাগের পরিচয় সমাপ্ত হইবে না । কিন্তু বিলাকা’য় রবীন্দ্রনাথের কবিপ্রকৃতির এমন একটি লক্ষণ প্রকাশ পাইয়াছে, যাহা অতিশয় অর্থপূর্ণ। ইহাতে কবি-প্রাণের যে আকৃতি সহসা এক অপূৰ্ব্ব গীতচ্ছন্দে উৎসারিত হইয়াছে— রবীন্দ্রনাথের কবিজীবনের প্রারম্ভ হইতে তাহারই অস্ফুট বা ফুটতর আভাস পূৰ্ব্ববর্তী কাব্যের বহুস্থানে উকি দিয়াছে। অসীমের অভিসারে নিরুদ্দেশ যাত্রা, স্বদূরের পিয়াস, নিরস্তর সমুখের দিকে চলিবার আকাঙ্ক্ষা, সাধনার এক পৰ্ব্ব শেষ করিয়া আর এক পর্বের উদ্যোগ, কেবল পথ-চলারই আনন্দ–র্তাহাকে চিরদিন প্রলুব্ধ করিয়াছে। অতএব, এমন কথা বলিলে ভুল হইবে না যে, কবি সেই যে কোন কালে স্বাত্রা স্বরু করিয়াছেন, আজও তাহার শেষ হয় নাই—এবং শেষ যে হইবে না, তাহার কারণ, তাহার কবিপ্রাণ এমন একটি বস্তুতে নিবদ্ধ, যাহার