পাতা:বিবিধ কথা.djvu/১৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রবি-প্রদক্ষিণ ՖԵ (? সীমা নাই, শেষ নাই। এককালে তিনি র্তাহার কাব্যস্বন্দরীকে ষে প্রশ্ন করিয়াছিলেন – আর কত দূরে নিয়ে যাবে মোরে হে সুন্দরী ? বল কোন পার ভিড়িবে তোমার সোনার তরী ! যখনি শুধাই, ওগো বিদেশিনী, তুমি হাস’ শুধু মধুরহাসিনী, বুঝিতে ন পারি, কি জানি কি আছে তোমার মনে । নীরবে দেখাও অঙ্গুলি তুলি’ অকুল-সিন্ধু উঠিছে আকুলি’ দূরে পশ্চিমে ডুবিছে তপন গগন-কোণে । কী অাছে হোথায়—চলেছি কিসের অন্বেষণে ? aহ খায় কি আছে আলয় তোমার উৰ্ম্মিমুখর সাগরের পার, মেঘচুম্বিত অস্তগিরির চরণতলে ? তুমি হাস’ শুধু মুখপানে চেয়ে কথা না বলে । —সে প্রশ্ন এখনও শেষ হয় নাই, কখনও হইবার নয়। এই ষে সোনার তরী বাহিয়া তিনি চলিয়াছেন সে চলার অম্ভ নাই—এখানে যাহা প্রশ্ন, ‘বলাকা’য় তাহাই উত্তর হইয়া উঠিলেও, এ রহস্তের শেষ নাই ; তাই এই প্রশ্ন ও উত্তরের অশেষ ভঙ্গিই রবীন্দ্রনাথের কবিপ্রেরণার উপজীব্য হইয়া র্তাহাকে চিরজীবী করিয়াছে। এককালে তিনি সংসারের তথা মানবহৃদয়ের বিচিত্র পথঘাট পরিভ্রমণ করিয়াছিলেন—মুক্তি-পিপাসা লইয়াই নানা বন্ধন স্বীকার