পাতা:বিবিধ কথা.djvu/২৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বাঙালীর অদৃষ্ট
২৩৫

প্রাণে সাত্বনা সিঞ্চন করিতেছেন। তাই মনে হয়, বাঙালীকে লইয়া দ্বিধাতার কি পরিহাস! এত বড় প্রতিভাও জাতির পক্ষে নিস্ফল হইল। রবীন্দ্রনাথ বাঙালীর Renaissance-এর শেষ ও সর্ব্বশ্রেষ্ঠ নায়ক না হইয়া তাহার মৃত্যুযজ্ঞের অন্যতম পুরোহিতরূপে আত্মপ্রকাশ করিলেন।

চৈত্র, ১৩৩৫