পাতা:বিবিধ কথা.djvu/৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জাতির জীবন ও সাহিত্য 3 * ভাগ্যবিপৰ্য্যয়ের কথাও ষেন ভাবনা ও চিস্তার বিষয় হইয়া থাকে। সাহিত্যের সঙ্গে জাতির সর্ববিধ আশা-আকাঙ্ক্ষার যোগ যে কৃত ঘনিষ্ঠ, তাহা আপনারা জানেন ; বাহিরের সংঘাতে জাতির অস্তজীবনে ষে ম্রোতোবেগ বা তরঙ্গভঙ্গ উৎপন্ন হয়, সাহিত্যের উন্নতি-অবনতি মুখ্যত তাহার উপরেই নির্ভর করে । সেই স্রোত যদি রুদ্ধ হইয়া আসে, বাহিরের জগতে যদি সে জীবন-মরণের সন্ধিক্ষণে আসিয়া দাড়ায়, তাহা হইলে তখন আর সাহিত্যের সাহিত্যিক সমস্যা, ইতিহাস বা প্রত্নতত্ত্বই, কোনও রিদ্বন্মগুলীর একমাত্র গবেষণার বস্তু হইয়া থাকিতে পারে না । তাই আজিকার দিনে আমি সাহিত্য অপেক্ষা জীবনের কথা ভাবিতেছি, সাহিত্যের কলাশিল্প অপেক্ষ তাহার অন্তর্গত পৌরুষ, প্রতিভা ও প্রাণশক্তির সন্ধান লইতে ব্যাকুল হইয়াছি । জাতির ভাষা ও সাহিত্যই তাহার প্রাণশক্তির আধার, সেই আধারেই তাহার শ্রেষ্ঠ সাধনার সিদ্ধিফল সঞ্চিত হইয়া থাকে ; কিন্তু অমৃতের সঙ্গে বিষও উৎপন্ন হয়, জীবনের উৎসঙ্গে মৃত্যুর বীজ নিহিত থাকে। বিংশ শতাব্দীর দ্বিতীয় দশক শেষ না হইতেই আমাদের সাহিত্যে সেই মৃত্যুর বীজ অঙ্কুরিত হইয়াছে—জীবনোত্তাপবৰ্জিত ভাবসৌন্দর্য্যের আরাধনা, আত্মরতির গীত-রস, ও কলাকৌশলময় শব্দবিন্যাসের মোহ আমাদের মেরুদণ্ড শিথিল করিয়াছে—চরিত্রবল হরণ করিয়াছে। এ যুগে সাহিত্যের যে আদর্শ আমাদিগকে মুগ্ধ করিল, তাহা ব্যক্তির মানসবিলাসের অমুকুল ; তাহাতে মানুষের সঙ্গে মাহুষের সহজ আত্মীয়তার অবকাশ সঙ্কীর্ণ হইয়া উঠিল ; সামাজিকতা ও সমজাতীয়তার যে প্রাণস্পন্দন ও তজ্জনিত যে দায়িত্ববোধ, তাহার পরিবর্তে স্বৈরতন্ত্রের দুর্নীতি, ও আর্টের সর্বসংস্কারমুক্তি অতিরিক্ত প্রশ্ৰয় পাইল ; এবং তাহার ফলে R