পাতা:বিবিধ কথা.djvu/৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>br বিবিধ কথা একালে ইহাই যেন সত্য হইয়া ëffs co–"for the creative artist the right and wrong of aesthetics are above the right and wrong of morality” । আমাদের মত একটা জাতি, যাহার জীবনই সুস্থ ও সবল হইয়া উঠিতে পারে নাই, যে বহুকালের জড়ত্বের পর সবেমাত্র জাগিয়া উঠিতেছিল, তাহার সাহিত্যে এই তুরীয় ভাবসাধনার ফল যাহা হইবার তাহাই হইয়াছে ; সেই সঙ্গে ইহাও চিন্ত৷ করুন যে, এ জাতি স্বভাবতই ভাবপ্রবণ, কৰ্ম্ম অপেক্ষা স্বপ্নের প্রতিই ইহার আস্থা অধিক ; ইহার—সাহিত্যে জীবনের প্রভাব অপেক্ষা, জীবনের উপরেই সাহিত্যের প্রভাব বেশি। এ হেন জাতির পক্ষে 'right and wrong of morality’ হইতে অব্যাহতি পাওয়ার এমন সুযোগ ব্যর্থ হইতে পারে না। এমনই করিয়া আমরা অবশেষে জীবনকে তুচ্ছ করিয়া মৃত্যুর সাধনা করিয়াছি। জাতির যে অবস্থা আমি চিত্রিত করিয়াছি, আপনাদের অনেকের মতে হয়তো তাহাতে কিছু অতিরিক্ত নৈরাতের ছায়া আছে ; যদি তাহ। সত্য হয়, তবে তাহাতে আমা অপেক্ষা কেহ অধিক সুখী হইবে না । কিন্তু আমি গতযুগের সহিত এ যুগের প্রবৃত্তির তুলনা করিয়া যে সকল দুলক্ষণ গণনা করিয়াছি—এবং জাতির যে পরিণাম আজ প্রকট হইয়া উঠিয়াছে, তাহাতে কোথাও আশার স্থল দেখি না। তথাপি এই নৈরাতের মধ্যেও এক আশা আছে, সে আশার কথা সৰ্ব্বপ্রথমে জানাইয়াছি, এবং তাহারই আশ্বাসে এ পর্য্যস্ত এই দুঃখের কাহিনী আপনাদিগকে শুনাইবার মত সামর্থ্য রক্ষা করিয়াছি । সে আশা এই যে—এমনই দুর্দিনে, এই চরমতম দুৰ্গতির তলদেশে, জাতির মহাপ্রাণীর । নিরুদ্ধ হাহাকার হইতেই শক্তির বিকাশ হইবে ; সে শক্তি প্রেমের, এবং