পাতা:বিবিধ কথা.djvu/৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সত্য ও জীবন २३० হইয় পড়ে। স্বধৰ্ম্মের মূল—আত্মস্ফূৰ্ত্তি, তাহার ফল—বিশ্বাস, ও লক্ষণ— নির্ভীকতা; পরধর্থের মূল—আত্মসঙ্কোচ বা কুষ্ঠা; তাহার ফল আত্মপ্রবঞ্চনা, ও লক্ষণ ভয় । সত্যকে যাহারা তত্ত্ব, শাস্ত্রবিধি বা স্বতুষ্ঠিত পরধৰ্ম্মের মধ্যে উপলব্ধি করিতে চায়, নিজের প্রাণকে প্রামাণ্য না করিয়া কেবল মনেরই মনরক্ষা করে, জগতে তাহার মত ভাগ্যহত আর কে আছে ? জগৎ ও জীবনকে মাচুষ আপনার প্রাণের মধ্যে আপনার মত করিয়া গ্রহণ করে, তাই জগৎ সম্বন্ধে সকলের মনে একটা সাধারণ ধারণা থাকিলেও, প্রত্যেকের জগং স্বতন্ত্র । মন এই প্রাণের সম্বন্ধ স্বীকার না করিয়া জগৎকে ব্যক্তি-নিরপেক্ষ একটা সত্ত্বারূপে ভাবনা করে, তাই দর্শনের সত্য অদর্শন হইয়া উঠে। বিজ্ঞান জড়ের রহস্য ভেদ করিতে চায়, সেও মনের ক্ষুধা, প্রাণের নয়। দুঃশাসন মন প্রকৃতিদ্রৌপদীর বস্ত্রহরণ করিতে চায়,—সে বসন যতই পর্দায় পর্দায় বিচিত্র ও রাণীকৃত হইয়া উঠে, ততই তাহার লালসা বাড়ে ; শেষে সে আপনাকেও ভুলিয়া যায়, যাদুকরীর যাদুমন্ত্রে আচ্ছন্ন হইয়া ভূতগ্রস্তের মত বিচরণ করে । সত্যকে সেও পায় না, হয়তো শেষে আর চায়ও না—অসংলগ্ন ও অসম্পূর্ণ কতকগুলি তত্ত্ব, জড়শক্তির কতকগুলি ব্যবহারিক নিয়ম আবিষ্কার করিয়া, তাহা হইতেই এমন একটা সিদ্ধান্ত করে, যাহাতে ংশয়ই সত্য হইয়া উঠে ; মন প্রথম হইতে যে সত্যের সন্ধান করিয়াছিল, সে সত্যের আশা একেবারেই ছাড়িয়া দিতে হয়। প্রকৃতির অবগুণ্ঠন খুলিতে গিয়া সে এমন একটা যন্ত্রের আভাস পায় যে, গণিতশাস্ত্রই তাহার বেদ হইয়া উঠে । বিজ্ঞান যে-রহস্তের সমাধান করিতে পারে নাই, তাহার রসটুকু বাহির করিয়া দিয়াছে ; যন্ত্রের জড়ধৰ্ম্মই মানুষের . জীবন-ধর্মের আদর্শ হইয়া উঠিয়াছে ।