পাতা:বিবিধ কথা.djvu/৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 e - বিবিধ কথা একটা কথা এইখানে বলিব । রবীন্দ্রনাথ সম্বন্ধে যখন সেকালের সাধারণ সাহিত্যরসিক অতিশয় সন্দিগ্ধ ছিলেন, তখনও রবীন্দ্রনাথের প্রতিভা যথার্থ রসিকসমাজের অগোচর ছিল না । সাধারণের রুচি বা রসবোধ মৌলিক প্রতিভার পক্ষে এমনই ব্যর্থ হইয়া থাকে ; কিন্তু যথার্থ রসিক ৰ। আসল ‘ক্রিটিক যিনি—তিনিও কবির মতই দিব্যদৃষ্টির অধিকারী, তাহার এক হিসাবে ‘প্রফেট’ । বঙ্কিমচন্দ্র বা রবীন্দ্রনাথের মত কবি ফাকি দিয়া প্রতিষ্ঠালাভ করেন না—এবং যে প্রতিষ্ঠা তাহারা লাভ করেন, তাহাকে পরবর্তী কোনও যুগেই লোপ করিতে কেহ পারে না । শেক্সপীয়ার বা মিলটনকে তোমাদের ভাল লাগিতে না পারে, তাহাতে আশ্চর্ষ্য হইবার কিছু নাই ; শেক্সপীয়ারের কবিগৌরব সম্যক উপলব্ধি করিতে তিন শত বৎসর লাগিয়াছিল, সমসাময়িকগণ তাহাকে বিশেষ আমল দেন নাই—যুগমনোবৃত্তির সহিত রসিকতার সম্বন্ধ এমনই ! সকল যুগেই বেরসিকের সংখ্যা বেশি ; এ যুগে আরও বেশি এই জন্য ষে, সেই সকল বেরসিকেরাই সস্তা ছাপাখানার দৌলতে বাচাল হইবার সুযোগ পাইয়াছে—এজন্য ঝিঝিপোকার সংখ্যা আজকাল এত বেশি বলিয়া মনে হইতেছে । রবীন্দ্রনাথ বা বঙ্কিমচন্দ্রের প্রতিভার প্রমাণ যুগ-মনোবৃত্তির যুক্তি-তর্কের অতীত ; বঙ্কিমচন্দ্রকে গালি দিয়া কিছু করিতে পারা দূরের কথা—বঙ্কিম-প্রতিভার মহত্ব সম্বন্ধে যেটুকু ধারণা এ পর্য্যম্ভ আমাদের সমাজে প্রচলিত আছে, তাহাও অতিশয় সঙ্কীর্ণ ও অসম্পূর্ণ। সে প্রতিভা যে কত বড়, তাহার উপন্যাস-কাব্যে ধে অসামান্ত স্বষ্টিশক্তির পরিচয় আছে, তাহার বিচার-বিশ্লেষণ এখনও আরম্ভই হয় নাই। যদি উপযুক্ত সমালোচনা আরম্ভ হয়, তবে দেখা যাইবে যে, সে প্রতিভার সে হৃষ্টির এত দিক আছে এবং