পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) দ্বিতীয় ভাগ.djvu/১০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సె} বিবিধ প্রবন্ধ ৷ ইডেন সঙ্গেবের সময়ে বাঙ্গীপোড়ান আলোকদান পূৰ্ব্বাপেক্ষ কিছুমাত্র মুনি হইল না, ধ্বজার সংখ্যা অতিবদ্ধিত হইল এবং স্থানে স্থানে সকের ফেীজ তাহার বডিগtড বা শরীর-রক্ষক সৈন্ত্যরূপে দর্শন দিতে লাগিল । টমসন সাহেবের সময়ে ইডেনের মতই সব, বেশীর মধ্যে ব্যাণ্ড বাজে। কথিত আছে বেলী সাহেবের সময়ের উংসবে গয়াতে ১৫ হাজার টাকা খরচ হয় । যেমন ঐ সকল আড়ম্বর ক্রমে ক্রমে বাড়িয়া আসিতেছিল, তেমনি উহার সহিত ভোজের ধুমধাম ও বাড়িয়া উঠিতে লাগিল। ইলিয়ট সাহেব কিছু কমাইতেছেন ; তাহার সকল ধরণেই একটু বিশেষত্ব আছে ; তাহাকে এক রকম ছাড়িয়া বলা যায় যে, লেপ্টনেণ্ট গবর্ণরের নিতান্ত ভোজভক্ত হইয়। উঠিয়াছেন; উর্হাদিগকে এখন যে ডাকে তাহারই বাটীতে গিয়া ভোজ খান । যাহারা ভোজ দেন তাহাদিগের মান সন্ত্রম কি বাড়ে তাহারাই জানেন, কিন্তু ধন ব্যয় অপরিমিতরূপেই হয়। এক একটা শর্বরী ভোজের খরচে চারি পাচট খুব জাকাল দুর্গোৎসব হইতে পারে — অনেক বড় বড় দিবীর পঙ্কো, দ্ধার হইতে পারে । আমি বেশ জানি যে, একজন মহারাজ কোন মাড়য়ারী মহাজনের স্থানে আট হাজার টাকা কব্জ করিয়া একটী সান্ধ্য ভোজ দিয়া, ছিলেন । আর একজন মহারাজের ঐরূপ উৎসবে পনর হাজার টাকা ব্যয় হয় ; আর একজনের কয়েকদিনের ব্যয় সৰ্ব্বশুদ্ধ পচিশ হাজারের কিছু অধিক হইয়াছিল। গবর্ণর সাহেবদিগের দেখাদেখি, কমিসনর সাহেবেরা, মাজিষ্ট্রেট সাহেবেরা এবং চুন পুটি সকল সাহেব, দেশীয় লোকদিগের খরচে ভোজ খাইয়া বেড়াইতে আরম্ভ করেন। বাজি পোড়ান, আলোক দান, নিশান খাড়া ত কথায় কথায় হইয়া পড়িতেছে। ইংরাজজাতির আড়ম্বর প্রিয়তা ছিল না, কিন্তু সেট বিলক্ষণই বাড়িয়া উঠিতেছে। ইংরাজ মনে করিতেছেন যে, এইরূপ হইতে হইতে তিনি ক্রমে পুজা পাইবেন । ইংরাজ মুখে বলিতেছেন যে তিনি দেশীয়ুদিগের বাটীতে ভোজ খাইয় তাহাদিগের সহিত সুসামাজিকত করিতেছেন, কিন্তু বস্তুতঃ ভারতবর্ষে যে প্রকার করিলে পুজিত হইতে পারেন, ইংরাজ সে পথে যাইতে জানেনন । তাহার ভোজ খাইয় বেড়ানতে তিনি ভারতবাসীর চক্ষে নিতান্ত নির্লজ্জবৎ ব্যবহার করিতেছেন । শুদ্ধ নিল জবৎ নয় অতিশয় নিষ্ঠুরের কাজই করিতেছেন। রাজা মহারাজ বেচারারা ত একে ঋণজাঞ্জেত, তাহাতে ঐ সকল ভোজ দিবার দায়ে