পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) দ্বিতীয় ভাগ.djvu/১০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় ভাগ । సిసి তাহার আরও ঋণগ্রস্ত হইতেছে ; আর যে দেশে চারি পাঁচ কোটি লোক অৰ্দ্ধাশনে দিনষাপন করে তথায় দানের প্রস্রবণ শুষ্ক হইয়া পড়িতেছে । সেদিন শুনিলাম কোন জিলার জজ সাহেব মাস কয়েকের জন্ত ছুটি লইয়া একবার স্বদেশে যাইবেন । অমনি তাহাকে একটা ভোজ দিবার জন্ত একটা চাদার বহি বাহির হইল, উহাতে সহি হইল, টাকা উঠিল এবং জজ সাহেব ও অপরাপর সাহেবেরা নিমন্ত্রিত হইয়া চৰ্ব্বা, চোষ্য, লেহ, পেয় গ্রহণ করিলেন । আর একদিন শুনিলাম, একজন অতি প্রধান তীর্থের প্রধান দেবসেবক নিজ ভবনে নুতন কালেক্টর সাহেবের আগমন উপলক্ষে ইংরাজভোজের একটা প্রকাণ্ড আয়োজন করিতেছেন। ভোজের ফর্দ দেখিতে পাইলাম, তাহাতে মুর্গি, ভাড়া এবং বেঙ্গের ব্যঞ্জন এক একটা এবং গোমাংসের ব্যঞ্জন তিনট । মদ্য বহু-বিধ। হিন্দু, ব্রাহ্মণ, দেবসেবক, রাজ রাজড়ার পুরোহিতের এই কীৰ্ত্তি ! দেখিয়া শুনিয়া ভয় হইল, কালে বঙ্গদেশও বা ব্রহ্মদেশের স্তায় – ইংরাজ পূজায় অবনত-মস্তক হইবে। যদি দেশের জাতিভেদ প্রথা উঠিয়া যায়, যদি বিদেশীয় রীতি নীতিই উৎকৃষ্ট বলিয়া বোধ হয়, যদি দেশীয় লোকের জ্ঞানচক্ষুঃ একবারে অন্ধ তমসাচ্ছন্ন হইয়া পড়ে, তবে ওরূপ হইলেও হইতে পারে। একটী সার কথা বলিয়া রাখিতেছি। ইংরাজ যতই ভোজ খাউন, মদের গ্লাস হাতে করিয়া যতই লম্বাচোঁড়া বক্তৃত করুন, উনি আপনার কাজ ভুলিবার লোক নহেন । তুমি রাজা বা মহারাজ বা বড়লোক যে কেবল উহার খোসামোদ করিতেছ—কোন “মতলব” আছে, তাহা উনি বিলক্ষণ জানেন ; তুমি উষ্ঠার প্রতি ভয়প্রযুক্তই ওরূপ করিতেছ ভালবাসার জন্ত তিলাদ্ধও নয় তাহাও জানেন ; এবং তাহ জানিয়া তুমি একটু ঘোঁসিতে গেলেই তোমার অপমান করিতে কিছুমাত্র কুষ্ঠিত হয়েন না। বীরপ্রকৃতিক ইংরাজের ওরূপ পূজা নিতান্ত অফল পূজা। পূৰ্ব্বোল্লিখিত দেবসেবকট ঐ ভোজ দেওয়ার পর তাহার ইন্‌কমট্যাক্স বেশী ধরা হইয়াছে বলিয়া যখন আপীল করিলেন তখন কৰ্ত্তব্যপরায়ণ নবাগত কালেক্টর মন্তব্য লিখিয়াছিলেন, “যে এক রাত্ৰে পাচ হাজার টাকা ভোজে খরচ করিতে পারে, তাহার আয় অত কম কখনই হইতে পারে না ।” বদি আমার পরামর্শ কেহ শুনেন তবে আমি বলি, ইংরাজের সম্মান কর ; কিন্তু এমন ভাবে কর, যাহাতে সন্মানিন্তু ইংরাজের নাম থাকে এবং দেশীয়