পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) দ্বিতীয় ভাগ.djvu/১১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় ভাগ । 'os এতই তোষামোদের বশ হুইয়া গিয়াছে ? আমি দৃঢ় করিয়া বলিতেছি যে, ঐ বাবু আপনার নিকট সত্য কথা বলে নাই । * * মার্কিনদিগের স্ত্রীলোকেরা ইউরোপীয় স্ত্রীলোকদিগের অপেক্ষা অধিক স্বাধীন, ইউরোপীয় স্ত্রীগণ ভারতবর্ষীয় স্ত্রীগণ অপেক্ষ স্বাধীন। আর ভারতবর্ষের ভিতর যে প্রদেশে হিন্দুজাতির স্বাধীনতা অধিক দিন পর্য্যন্ত অক্ষুণ্ণ ছিল, সেই মহারাষ্ট্রীয় স্ত্রীগণের স্বাধীনতা ভারতের অপর সকল প্রদেশীয় স্ত্রীগণের অপেক্ষা অধিক । স্ত্রী-স্বাধীনতা পুরুষ স্বাধীনতারই ফল মাত্র ।” বিদেশীয়ের নিকট স্বজাতীয়ের আকারণ নিন্দ ব্যতীত আরও এক প্রকারে বঙ্গবাসীর ঈর্ষ্য দোষ দেখা দেয়। যদি কোন বাঙ্গালীর কোন উচ্চ পদ অথবা অন্তরূপ সুবিধা হইল, অমনি অনেকে তাহাতে অসস্তোষ প্রকাশ করিতে আরম্ভ করেন । সকল সময়েই ওরূপ করা ভাল বলিয়া বোধ হয় না । কোন উচ্চপদস্থ ইংরাজ আমাকে বলিয়াছিলেন—“দেখ, অমুক কৰ্ম্মট আমি অমুককে দিলাম বলিয়া অমুক, অমুক, অমুক, অমুক, অমুক, এই পাঁচজন আপনাপন মনের দুঃখে কান্দিয় গেল। ওরূপ করিলে কি কোন প্রকারে মনের সন্তোষ লাভ করা যায় ? কাজ একটা, তোমরা ছয় জনেই তাহার উপযুক্ত । অতএব একজনের বইত ছয় জনেরই ও কাজটা হইবে না। যাহার হইল সে অযোগ্য কি না দেখ, যদি অযোগ্য না হয়, তাহা হইলেই আর দোষ ধরা বা দুঃখ করা উচিত নহে। ফলতঃ তোমাদের তুষ্ট করিবার জন্যই ত একটা ভাল চাকরী ইংরাজকে না দিয়া তোমাদের একজনকে দেওয়া হইল। ইহাতেও যদি তোমরা সকলেই তুষ্ট না হইলে তবে কি জন্য আমরা স্বদেশীয় একজনকে বঞ্চিত করি ?” কথাগুলি ঠিক বলিয়াই আমার বোধ হয়। আমি অনেকবারই দেখিলাম যখন কাহার একটা কিছু ভাল হইয়াছে, অমনি তাহার হইল ব্রুেন, অমুকের না হইল কেন, এই ভাবে গোল উঠিয়াছে। ওটা ভাল নয়। স্বদেশীয় যাহার যখন কিছুই ভাল হইয়াছে তাহাতেই সকলের ভাল হইল মনে করা উচিত ! তবে “নিতান্ত” অযোগ্য লোকের উল্পিত হইলে তাহা অবশু দুষিতে হয়। কিন্তু উনিশ বিশ এমন কি পনর বিশ লইয়াও দোষ ধরিতে নাই ।