পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) দ্বিতীয় ভাগ.djvu/১২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় ভাগ । >>ぐ জন্মিয়াছে। ভিতরে অপেক্ষাকৃত অতি গুরুতর দোষ সকল দেখা দিতেছে। এই সেদিন আমি একখানি পত্র দেখিলাম। পত্ৰখানি এক জন ইংরাজী কৃতবিদ্য র্তাহার বিদেশস্থ পীড়িত পিতাকে লিথিয়াছেন। পত্রের মৰ্ম্ম এই— “জীচরণেষু—মহাশয় ত সে প্রদেশে গিয়া রহিলেন। বাটতে যাহারা আছেন, সকলেই ম্যালেরিয়া জরে অল্প বা অধিক পরিমাণে ভূগিতেছেন। আমার আর কোন সেবা শুশ্ৰুষাই হয় না”। ইহার বহুকাল পূৰ্ব্বে ঠিক ঐ রূপ ঘটনা হওয়াতে আর এক জন তাহার বিদেশগত পিতাকে যে পত্র লিখিয়াছিলেন, তাহারও মৰ্ম্ম উদ্ধৃত করা যাইতেছে। “ভ্রীচরণেষু—খুড়ি ঠাকুরাণী এবং পিশি ঠাকুরাণী উভয়েই পীড়িত হইয়া আছেন। আমারও শরীর যেরূপ তাহাতে উর্হাদিগের প্রকৃতরূপে সেবা হয় না—অতএব বিরাজকে তাহার শ্বশুরালয় হইতে একবার এবাটীতে আনয়ন করিবার প্রয়োজন বোধ হইতেছে । কিন্তু তাহারও ছেলেরা পাছে এখানে আসিলে পীড়িত হইয় পড়ে, এই ভয়ে একটু ইতস্ততঃ করিতেছি । মহাশয়ের যেরূপ অনুমতি হইবে, সেইরূপ করিব । ইতি” এই দুইখানি পত্রের দুইজন লোকই ইংরেজীনবিস—প্রথম খানির লেখক একেলে, দ্বিতীয় খানির লেখক সেকেলে। ঐ দুয়ের মধ্যে কত প্রভেদ ! একেলে নিজের সেবার ব্যাঘাত হইতেছে বলিয়াই ব্যতিব্যস্ত,—সেকেলে গুরুজনের সেবা করিতে অসমর্থ বলিয়া উদ্বিগ্ন । কিন্তু একটী কথা বলিয়া রাখি—অনেক একেলের মধ্যে সেকেলে আছেন, এবং অনেক সেকেলের ভিতরেও একেলে ছিলেন । কোন সম্প্রদায় বা দল বিশেষের প্রতি দোষারোপ করা আমার উদ্দেশ্য নয়-ইংরাজীর বৃদ্ধি এবং ইংরেজের অনুকরণে অহং ভাবের আতিশয্য হইতেছে, ইহাই বল মাত্র উদ্দেশু । এ দেশে ইংরাজের খুব মোট মাছিয়ানা পান, খুব বড় বড় বাড়িতে থাকেন, জমকাল গাড়ী ঘোড়া চড়েন এবং দলে দলে চাকর নফর রাখিয়। থাকেন। “কৃতবিস্তের" আপনাদিগের কি অবস্থা এবং ইংরেজদিগের কি অবস্থা, তাহ না বুঝিয়া ইংরেজদিগের অমুকরণ করিতে গিয়া সময়ে সময়ে বড়ই বিভ্রাট করিয়া ফেলেন। থাকেন ছোট বাড়িতে—ঘরে ঢুকেন লাফ দিয়া-মাথায় দ্বারের চৌকাঠ ঠেকে। চাকর একটার বেশী নাই – সেই জল তুলিবে, বাজার করিবে, গোরুর জাব কাটিবে, কিন্তু বাটীর “কৃতবিদ্য” বাবুর সেই খানসাম। —“বেহারা”। বাবু নিজে কোন কাজ স্বহস্তে করিবেন না— স্বহস্তে কাজ করা দুরে থাকুক, জুতা, কাপড় লাঠি, ঘড়ি, কেতাব পত্র সৰ