পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) দ্বিতীয় ভাগ.djvu/১২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ প্রবন্ধ । ט\ לכל ছড়াইয়া ফেলিবেন; কিছুই যথাস্থানে গুছাইয়। রাখিবেন না। ফল এই হয় যে, দ্রব্য সামগ্ৰী তছরূপ হয়, চুরি ধায় এবং প্রয়োজনের সময়ে হাতে আইসে না। যে “কৃতবিদ্য মদ ধরেন নাই, তাহারও সাধারণ অনুকরণ দোষে এই দশা । ইংরাজদিগের দেখাদেখি মদ ধরিলে ত আর কথাই নাই, লক্ষ্মীছাড়া দশ পুর্ণমাত্রায় ঘটে।

    • * ঐ যে সাহেবের জিনিসপত্রগুলি নীলামে কেনা গেল, ওগুলি কেমন পরিষ্কার রহিয়াছে, ঠিক যেন নুতন।” * *—ইংরেজের জিনিস পত্র নষ্ট করেন না, উইার বড় সাবধানে দ্রব্যাদির ব্যবহার করেন—ভাঙ্গা চোরা ময়লা করা উহার বড়ই দোষ মনে করেন। উছার বাবুয়ানা করিতে জানেন, অথচ বাবুয়ানা করিয়া লক্ষ্মীছাড়া হন না ।”

ইংরাজ অনেক কাজ স্বহস্তে করিয়া থাকেন – সকল কাজই স্বহস্তে করিতে পারেন। জিনিস পত্র ঝাড়া পোচা সযত্নে করাইয়া থাকেন । প্রত্যহ ঘোড়ার গায়ে হাত দিয়া দেখেন, “মলাই ডলাই” ভাল হইয়াছে কি না । রুমাল দিয়া জিনের কোন অংশ ঘসিলে যদি ময়লা বাহির হয়, তাহা হইলে সহিসকে ফৈজত করেন—ঘোড়দৌড় মাত্র করিয়া ঘোড়ার সম্বন্ধে উদাসীন হয়েন না। উহাকে উপযুক্তরূপ টহলান হয় কিনা দেখেন—উহার দানা খাওয়ান দেখেন-প্রত্যহ স্বহস্তে কিছু লা কিছু খাওয়ান। কোট ভাল করিয়া রৌদ্রে দিয়া বুরুষ করা হইয়াছে কি না দেখিয়া লয়েন –“এইরূপে বুরুষ করিতে হয়”—দেখাইয়া বলিয়া দিতে পারেন। ইংরাজের বাবুয়ানায় "আলস্ত” নাই । ঘরদ্বার বল, ফুলবাগান বল, বাড়ীর ভিতরের রাস্ত বল, সকল দিকেই সযত্ন দৃষ্টি থাকে। এ দেশে অগাধ টাকা পাইয়া ইংরাজ নবারী চাল দেখান এবং স্বজন প্রতিপালন করেন না বলিয়া নিজের উপর অধিক খরচ করিতে পারেন—কিন্তু ভিতরের খবর জানিলে উছার কিরূপ সাবধানে ও স্ববিধায় জিনিস পত্র ক্রয়াদি করেন তাহা বুঝা যায়, এবং যত খরচ দেখায় তত যে নয় তাহার উপলব্ধি হয়। ফলতঃ অধিকাংশ ইংরাজই বেশ সঞ্চয়ী । উইার দেশে গেলে অতি সামান্ত ভাবেই দিনপাত করিতে পারেন। উহঁাদের লক্ষ্মীছাড়া দশা নহে। তবে উহঁারা সকলেই স্ত্রী পুত্রের জন্ত তেমন চিন্তা করেন না, কাজ কৰ্ম্মের অনেক সুবিধা বলিয়া আপনাদের ভবিষ্যৎ জন্তও তেমন ভাবেন না, হাসপাতালে চিকিৎসার্থ যাইতে বা ইলসলভেন্ট হইতে লজা ৰোধ করেন না,