S)తో বিবিধ প্রবন্ধ । মহুজদেব পুথিবীর পাপভার স্বয়ং বহন করতঃ চৌরবৎ দণ্ডিত হইয়াও ঐশী দয়ালুতার আদর্শ প্রদর্শন করিতেছেন ।” আরও কেমন করিয়া বলিব ? তন্ত্র শাস্ত্র গুহ প্রকরণ । ‘ন দেয়ং যস্ত কস্তচিৎ ” “গুহা ? তবেই মন্দ, যা ভাল তাত গোপন করিতে হয় না ’ বটে রে, পুটে ছেলে! তুই গোপনের ফল কি বুঝিবি ? তুই ইংরাজীতে বক্তৃত৷ কর, গ্যাড় মাড় ফিস্ ফাস্ কর, সাহেবের তোর মাথায় হাত বুলাবেন, যদি চহিস্ত বড় চাকুরি ৪ দিবেন, ইংরাজী কাগজে তোর নামটাও উঠিবে। কলিতে অর্থাৎ পাপেতে মনুষ্য বামন হয় অর্থাৎ খৰ্ব্ববুদ্ধি হয় । (9) রাজনারায়ণ বাবু একজন স্বপ্রসিদ্ধ ইংরাজী ওয়ালা । বোধ হয়, এখনকার যে সকল পুটে ছেলেরা বড়ই ইংরাজীর গোড়ামী করে, রাজনারায়ণ বাবু, তাহাদিগের সকলকেই দশ বৎসর ধরিয়া ইংরাজী পড়াইতে পারেন । যখন সেই রাজনারায়ণ বাবুই হিন্দু ধৰ্ম্ম এবং তন্ত্র শাস্ত্রের প্রশংসা করিয়াছেন, তখন আমি বুঝিতেছি যে, ইংরাজী বিদ্যায় এমন কিছু নাই যাহাতে স্বধৰ্ম্মের প্রতি বিদ্বেষ করাকে নিতান্ত অবশুম্ভাবী করিয়া দেয় । এইরূপ বুঝিয়া আমার বড়ই মুখ হইতেছে । যখন রাজা ইংরাজ তখন রাজবিদ্যা ইংরাজী শিখিতেই হইবে, আর ইংরাজী শিখিলেই যদি স্বধৰ্ম্মবিদ্বেষ্ট হইতে হয়, তবে সকলেই ক্রমে স্বধৰ্ম্মবিদ্বেষ্ট হইয়া উঠিবে । যখন যখন এইরূপ ভাবিতাম তখনই চক্ষুতে জল অসিত, প্রাণ বিকল হইত, শীঘ্ৰ মৃত্যু হয় প্রায় এমন ইচ্ছা ও করিতাম। কিন্তু আজি কালি একটু আশ্বস্ত হইয়াছি, আর মনে মনে করিতেছি, শিবের উক্তি কি মিথ্যা হইবে—দুইদিন পরে হউক, দশদিন পরে হউক তন্ত্র শাস্ত্রের সমাদর বাড়িবে, ইংরাজী ভক্তির যে প্রবল স্রোতঃ বহিতেছে তাহার মোহানায় চর পড়িবে—আবার নিজের ধৰ্ম্ম, নিজের দেশ ভাল লাগিবে । আহা ! এমন দিন কি হবে ? শবসাধন সিদ্ধ হবে ? মর আবার বঁচিবে ? মহানিশা ত উপস্থিত। কৈ সে সাধক মহাপুরুষ কৈ ? তন্ত্রশস্ত্রের প্রকৃতি কিরূপ, ঐ শাস্ত্র কেমন সময়ে প্রকট হইয়াছিল, এবং আমাদিগের জাতীয় প্রকৃতি এবং বর্তমান অবস্থা বিবেচনা করিলে ঐ শাস্ত্রের কেমন উপযোগিতা অনুভব হয়, তাহা পূৰ্ব্ব দুই পত্রে বলিয়াছি। এক্ষণে তন্ত্র শাস্ত্রের আর একটা অপূৰ্ব্ব ভাবের উল্লেখ করিব। ভারতবর্ষবাসী আৰ্য্য সপ্তানদিগের সকল দুর্ভাগের মূল কি ? গৃহ
পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) দ্বিতীয় ভাগ.djvu/১৪৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।