পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) দ্বিতীয় ভাগ.djvu/১৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

त्रिरडीशू उॉ१ ।। う8ér সস্তি তন্ত্রাণি বহুধা শাস্ত্রাণি বিবিধাদ্যপি । মহানিৰ্ব্বাণ তন্ত্রস্ত কলাং নাৰ্ছন্তি ষোড়শীম্ ॥ মহানিৰ্ব্বাণতন্ত্রস্ত মহাত্মাং কিং ব্ৰবীমি তে । বিদিত্বৈতন্মহাতন্ত্রং ব্রহ্মনিৰ্ব্বাণমা স্থাৎ ॥ ( মহানিৰ্ব্বাণ তন্ত্র ১৪ উল্লাস ২০ ১, ২০৯, ২১ • শ্লোক ) পৰ্ব্বতের মধ্যে হিমাচল যেরূপ, তারকামণ্ডলীর মধ্যে শশী এবং তেজঃ পদার্থের মধ্যে স্বর্য সেরূপ, তন্ত্রসমূহের মধ্যে এই তত্ত্বরাজ মহানিৰ্ব্বাণ তত্ত্বও সেইরূপ । তন্ত্র অনেক এবং শাস্ত্র ও অনেক আছে সভ্যতা, কিন্তু কেহই মহানিৰ্ব্বাণ তন্ত্রের ষোড়শাংশের একাংশের যোগ্য ও হইতে পারে না । মহানিৰ্ব্বাণ তন্ত্রের মাহাত্মা তোমায় (শিব পাৰ্ব্বতীকে কহিতেছেন ) আর কি বলিব, এই মহাতন্ত্রে জ্ঞান জন্মিলে ব্রহ্মনিৰ্ব্বাণ প্রাপ্তি হইয়া থাকে । এই সকল সুস্পষ্ট শাস্ত্রীয় প্রমাণ প্রাপ্ত হইয়া রামমোঙ্গন মহানিৰ্ব্বাণ তন্ত্রকেই মুখ্য অবলম্বন করিয়াছিলেন। তিনি মহম্মদীয় বৌদ্ধ এবং খৃষ্টীয় মতবাদ সমস্ত জানিতেন, কিন্তু সে সকল জানিয়া ও তান্ত্রিক মতবাদ এষ্টদেশে এবং এই কালে স্বতঃ উদ্ভুত সুতরাং উহাই এই দেশের এবং এই কালের উপযোগী হইবে বলিয়৷ তাতার বিশেষ ঈদয়গ্ৰtহী হইয়াছিল । রামমোহন রায় দেখিয়াছিলেন যে, তন্ত্র শাস্ত্রের উদেশ্ব অতি মহৎ এবং পবিত্র যথা ।— মায়ূরারোগ্যবর্চসং বলবীৰ্য্যবিবৰ্দ্ধন” । বিদ্যাবুদ্ধিপ্রদং নৃণাম প্রযত্ন শুভঙ্করং ॥ যেন লোকাঃ ভবিষাস্তি মহাবল পরা ক্রমাঃ । g শুদ্ধচিত্ত। পরহিত মাতাপিত্রোঃ প্রিয়ঙ্করা ॥ স্বদারনিষ্ঠা: পুরুষঃ পরস্ত্রীযু পরাস্ফুখাঃ । দেবতা গুরুভক্তশ্চ পুত্রস্বজনপোষকাঃ ॥ ব্ৰহ্মজ্ঞা ব্ৰহ্ম বিদ্যাশ্চ ব্রহ্মচিন্তনমানসাঃ । সিদ্ধ্যর্থং লোকযাত্রায়াঃ কথয়স্ব হিতায় যৎ ॥ ( মহানিৰ্ব্বাণ তন্ত্র ১ম উল্লাস ৭ ৪, ৭৩ শ্লোক ) যদ্বারা মনুষ্যের আয়ু, আরোগ্য, তেজ, বল, বীর্য, বিদ্যা, বুদ্ধি বৃদ্ধি হয়, শুভ অনায়াস লভ্য হইয়া পড়ে, যাহাতে লোকে মহাবল পরাক্রম, শুদ্ধচিত্ত, পরহিতে রত, পিতামাতার প্রিয়কর, স্বপল্লীনিরত, পরস্ত্রীপরায়ুখ, দেবতা ও 3 సె - ۔۔۔ٴٴ 鷹。 - -- " -