う8と。 বিবিধ প্রবন্ধ । গুরুতে ভক্তিসম্পন্ন, পুত্র ও স্বজনগণের পোষক এবং ব্রহ্মজ্ঞ, ব্রহ্মবিদ্যা ও ব্রহ্মচিস্তনে রত হয়, মনুষের লোকযাত্রা নিৰ্ব্বাহের এবং পারলৌকিক হিতের নিমিত্ত আপনি তাঁহাই বলুন। উল্লিখিত বিষয়গুলিই বঙ্গদেশের প্রয়োজন, অতএব সেই সকল প্রয়োজন সাধনোপযোগী যে ধৰ্ম্ম প্রণালী রামমোহন রায় তাহাই অবলম্বন করিলেন । মহানিৰ্ব্বাণ তন্ত্রোক্ত স্তবাদি লইয়াই ব্রাহ্মধৰ্ম্মের অনুষ্ঠান পদ্ধতি হইল । • ( २ } ঐ তন্ত্রের তৃতীয়োল্লাসে উক্ত পঞ্চরত্ব নামক স্তোত্রট ব্রাহ্মসভার স্তব বলিয়। এক্ষণে প্রসিদ্ধ । ওঁ নমস্তে সতে সৰ্ব্বলোকশিয়ায় নমস্তে চিতে বিশ্বরূপাত্মকায় । নমোহদ্বৈততত্ত্বায় মুক্তিপ্রদায় নমো ব্রহ্মণে ব্যাপিনে নিগুণয় । হমেকং শরণ্যং ত্বমেকং বরেণ্যং ত্বমেকং জগৎকারণং বিশ্বরূপং । ত্বমেকং জগৎ কর্তৃপাতৃ প্রহর্ভূ ত্বমেকং পরং নিশ্চলং নিৰ্ব্বিকল্পং । ভয়ানাং ভয়ং ভীষণং ভীষণীনাং গতিঃ প্রাণিনাং পাবনং পাবনানাং । মহোচ্চৈঃ পদানাং নিয়ন্তু ত্বমেকং পরেষাং পরং রক্ষকং রক্ষকাণাং । পরেশ প্রভো সৰ্ব্বরূপ প্রকাশিন অনির্দেশু সৰ্ব্বেন্দ্রিয়াগম্য সত্য । অচিন্ত্যাক্ষর ব্যাপকণব্যক্তিতত্ত্ব জগদ্ভাসকাধীশ পায়দিপায়াৎ । তদেকং স্মরামস্তদেকং জপামঃ তদেকং জগৎ সাক্ষিরূপং নমামঃ । মদেকং নিধানং নিরালম্বমীশং ভবাম্ভোধিপোতং শরণ্যং ব্রজামঃ । (মহানিৰ্ব্বাণ তন্ত্র, ৩য় উল্লাস ৫৯, ৬৩)
পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) দ্বিতীয় ভাগ.djvu/১৫৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।