পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) দ্বিতীয় ভাগ.djvu/১৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় ভাগ | >○○ কিন্তু তাহ হইলেও আমি স্বচক্ষে বীরসাধনকারী কয়েকজনকে দেখিয়ছি । —র্তাহাদিগের মধ্যে একজন উন্মাদগ্ৰস্ত হইয়াছিলেন । বোধ হয় ফলশ্রুতি হইতেই ইহঁীর বীরসাধনে প্রবৃত্তি হইয়াছিল। অপর সকলকেই নিৰ্ভীক নিঃশঙ্কহৃদয় বলিয়া বোধ হইতেছে । ইহার রাত্রিকালে একাকী সৰ্ব্বস্থলে যাইতে পারিতেন ; নৌকারোহণে যাইতে যাইতে প্রবল ঝটিকা উঠিলে বিকল-চিত্ত হইতেন না ; অতি প্রিয়তম কাহার পীড়া হইলেও হতে পাহারার দ্যায় উদ্বেগে বিহবল হইতেন না। এ গুলি তাহাদিগের অমুষ্ঠিত বীরসাধনেরই অবগুম্ভাবি শুভ ফল বলিয়া আমার প্রতীতি হইয়া আছে । ঐ সকল ব্যক্তির ক্রোধ ও তাহাদিগের অনায়ত্ত ছিল না, তাহারা মনে করিলেই ক্রোধ প্রকাশ করিতে পারিতেন, তখনই ক্রোধের দমন করিতে পারিতেন । কাম জয়ের ব্যবস্থা ৪ তন্ত্রশাস্ত্রে উক্ত হইয়াছে । ইহাকে লতাসাধন বলে । লতাসাধনের প্রকৃত পদ্ধত্তি বিলুপ্তপ্রায় হওয়াতে অনেক প্রকার অযথাচার ব্যাপারের প্রবর্তিত হইয়া গিয়'ছে, কিন্তু গুরুসন্নিধানে উপদেশলাভ করির র্যাহার এই অনুষ্ঠান করিতে পারিয়াছেন, তাহারা যে সত্য সত্যই কামজয় করিয়। “ন্মরহরসমান ক্ষিতিতলে” হইবেন তদ্বিষয়ে কোন সংশয় হইতে পারে মা। যেমন মৃত্যুসংসর্গে মৃত্যুভয়ের জয়ের বিধান, তেমনি কামিনী সংসর্গেই কামজয়ের বিধান স্বল্প হইয়াছে । অামি স্বচক্ষে দেখিয়াছি, কয়েকব্যক্তি কোন মহাপীঠে মন্ত্র জপ করিতে ছেন, এমত সময়ে একটা পর্কের উপলক্ষে অনেক স্ত্রীলোক সেই পীঠস্থলে সমাগত হইল । তাহারা স্থানাভাবে ক্রমে ক্রমে ঐ জপকারীদিগের সমক্ষে তাছাদের শরীরে ঠেস দিয়া বসিল—হাস্ত পরিহাস করিতে লাগিল—কিন্তু তদ্বারা জপকারীদিগের জপের কোন ব্যাঘাত জন্মিয়ছিল বোধ হইল না । আমার বোধ হইল ইহারা লতাসাধনে সিদ্ধ হইয়াছিলেন, এবং সেই জন্যই তাদৃশ বিকারের হেতুসত্ত্বেও ইহঁাদের চিত্তবিকার জন্মে নাই । ( → ). অfসন । “বৎকরোমি জগন্মাতস্তদেব তক পূজনং।” তান্ত্রিকদিগের অমৃষ্ঠেয় কোন কাৰ্য্যই পূজার বর্হিভূত নয়। পূজা ভিন্ন তাহার কোন কাজই করেন না। র্তাহাদিগেরদৃষ্টিতে শরীরই অভীষ্ট দেবতার - बैं छ