পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) দ্বিতীয় ভাগ.djvu/১৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ প্রবন্ধ । بطن د পর্যাঙ্কবন্ধ-স্থির-পূৰ্ব্বকায় মৃজায়তং সঙ্গমিতোভয়tংসং উত্তানপাণিদ্বয়সন্নিবেশত প্রফুল্লরাজীবমিবাঙ্কমধ্যে অন্তশ্চরাণাং মরুতাং নিরোধtৎ নিবাত নিষ্কম্প মিব প্রদীপং ॥ ‘কুম্ভক করিয়া যদি কেহ যথেচ্ছকাল থাকিতে পারে, তবে সেই অবস্থাকে ‘সমাধি’ বলা যায় । সত্যসত্যই কেহ ‘সমাধি’ করিতে পারেন কি না, অর্থাৎ নিশ্বাস বন্ধ করিয়া, হৃৎপিণ্ড স্থগিত করিয়া জীবন্ম তবৎ হইয়া কেহ থাকিতে পারেন কি না, সে বিষয়ের অনুসন্ধান করা অসাধ্য। অনেক জীবদেহের ওরূপ অবস্থা আপন হইতেই হয় । রণজিৎ সিংহের নিকট একজন সন্ন্যাসী দশ মাস ঐ ভাবে ছিল বলিয়া কোন কোন ইংরাজী পুস্তিকায় লিখিত আছে । কলিকাতার নিকট ভূকৈলাস নামক স্থানে একজন মহাপুরুষ সমাধিযোগে অবস্থান করিয়াছিলেন বলিয়া অদ্যাপি এতদ্দেশে প্রসিদ্ধি আছে। কিন্তু সমাধিযোগ লাভ হউক বা নাই হউক সামান্ত প্রাণায়াম যোগের যে শুভফল আছে তদ্বিষয়ে কোন সন্দেহ নাই । ( ه لا ) পূর্ণাভিষেক । পূর্ণাভিষেক সংস্কারে কুলাচারপরায়ণ গুরুর একান্ত আবঙ্গকতা। যদি অকুলাচার গুরুর স্থানে পূৰ্ব্বে দীক্ষা গ্রহণ হইয়া পাকে, তবে পূর্ণাভিযেকের সময় কুলাচারী গুরুর স্থানে আবার নিজ মন্ত্র শ্রবণ করিতে হয়। সেই কেীল গুরুকেও অপরাপর কোলদিগের অনুমতি গ্রহণপূর্বক এই সংস্কারকার্যো প্রবৃত্ত হইতে হয় । পুর্ণাভিষেকের শেষভাগে যে কয়েকটি উক্তি প্রতুক্তির বিধান আছে, তাহার তাৎপৰ্য্য অতি অসামান্ত । শিষ্য গুরুকে বলিবেন— শ্ৰীনাথ জগতাংনাগ মন্নাথ করুণানিধে । পরামৃত প্রদানেন পূরয়াম্মন্মনোরথং ॥ হে শ্ৰীনাথ ! হে জগন্নাথ ! হে দয়াময় মদীয়নাথ ! আপনি পরমাযুত (ব্রহ্মানন্দপ্রদ মন্ত্র) প্রদান করিয়া আমাদের মনোরথ পূর্ণ করুন। ।