পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) দ্বিতীয় ভাগ.djvu/২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

38 विविथ ६.बश्क्तः । তাহাতে বোধ হয় যে, উত্তরে ‘ককেসস পৰ্ব্বত এবং "মিডিয়া, পশ্চিমে ‘লিবিয়া এবং ‘গ্ৰীস’ আর দক্ষিণে ইথিয়োপীয়া বা ‘হাবেশ এই চতুঃ সীমাবচ্ছিন্ন দেশেই প্রথমে মজুষ্যের বাস হইয়াছিল । পরে প্রতিপুরুষে মনুষ্যদিগের আবাসভূমি চতুৰ্দ্ধিকে বিস্তৃত হইয়া এক্ষণে সমুদয় পৃথিবী র্যাপক হইয়াছে । সে যাহা হউক, মনুষ্য জাতির ইতিহাস সমুদয় পৰ্য্যালোচনা করিয়া পণ্ডিতগণের মনে এক্ষণে বিলক্ষণ প্রতীতি হইয়াছে যে কোন দেশের সম্যক আদিম বিবরণ প্রাপ্ত হইবার নহে। যে কোন দেশ হউক, একটর নাম মনে কর । সেই দেশের ইতিবৃত্ত অনুসন্ধান করিতে গেলেই দেখিতে পাইবে, এক্ষণে যে জাতি সেই দেশে বাস করিতেছে তাহাদিগের তথায়ু আগমনের পূৰ্ব্বে অবশ্যই অপর কোন জাতি সেই দেশ অধিকার করিয়াছিল। যদি সেই পূৰ্ব্ব জাতির কোন ইতিহাস থাকে, তাহ হইলে আবার দেখা যাইবে যে, তাহারাও ঐ দেশে অন্য কোন অধিকতর প্রাচীন জাতির স্থান গ্রহণ করিয়াছিল । সেই জাতির কোন ইতিহাস নাই—কেবল তাহাfদগের নিৰ্ম্মিত কতকগুলি সমাধি, তাহাদিগের ভাষায় কতিপয় শব্দমাত্র, অথবা তাহাদিগের ব্যবহৃত অতি জঘন্ত অস্ত্রাদি, অবশিষ্ট আছে । কিন্তু তাহারাই যে ঐ দেশের আদিমনিবাসী ছিল, ইহারই বা প্রমাণ কি ? পৃথিবীর সর্বত্রই এইরূপ । তাহার কতিপয় উদাহরণ প্রদর্শন করা যাইতেছে। আমেরিক খণ্ড অতি অল্পকাল হইল প্রকাশিত হইয়াছে ৷ ‘কলম্বস’ নামক একজন অতি প্রসিদ্ধ নাবিক ১৪৯২ খৃষ্টাব্দে পৃথিবীর ঐ খণ্ড ইউরোপীয়দিগকে অবগত করান। ইউরোপীয়ের আমেরিকায় গিয়া প্রথমতঃ যে সকল তাম্ররণ অসভ্য ইণ্ডিয়ানদিগকে দেখিতে পাইলেন, তাহt. দিগকেই ঐ খণ্ডের আদিম নিবাসী বলিয়া নিশ্চয় করিয়াছিলেন। কিন্তু পরে ঐ দেশের নানা স্থানে সুবৃহৎ দুর্গপ্রাচীর এবং সমাধি স্থান প্রভৃতি দৃষ্ট হইয়াছে। ইণ্ডিয়ানের বলে, ঐ সকল দেব নিৰ্ম্মিত । অতএব বোধ হয় যে, ইণ্ডিয়ানদিগের পূৰ্ব্বেও কোন সুসভ্য জাতি আমেরিকাখণ্ডে বাস করিয়াছিল, তাহাদিগের বংশ নির্মুল হইয়া গেলে ইণ্ডিয়ানের তথায় বাস করে। এক্ষণে ইউরোপ খণ্ডের পশ্চিম ও উত্তর প্রদেশে জৰ্ম্মণ জাতীয়ু লোকের প্রবল হইয়াছে। তাহাদিগের পূৰ্ব্বে ঐ সকল দেশে কেলটিক জাতীয়েরা নিবাস করিত। জৰ্ম্মণ এবং কেন্টিক উভয়ই ককেসীয় জাতীয়